আবদুল কাদেরঃ আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহবানে একদলীয় সাজানো নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যাবস্থা করার দাবিতে মার্চ ফর ডেমোক্রেসির সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত শাখার উদ্যোগে জাতীয় পতাকা হাতে অবস্থান ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।কুয়েত সিটির গুলশান হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুয়েত বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শোয়েব আহম্মেদ।সহ সাংগঠনিক সম্পাদক আনম তোহা মিলন’র পরিচালনায় প্রধান বক্তা ছিলেন গাল্প বিএনপির সমন্বয় কমিটির সদস্য সচিব ও কুয়েত বিএনপির সাধারন সম্পাদক প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম।বক্তব্য রাখেন-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর মায়মুন,সহ সাধারন সম্পাদক আব্দুল লতিফ,সহ সাংগঠনিক সম্পাদক আবুল বাসার,শাহ জাহান সবুজ,আবু ছায়েদ,ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক ও তারেক পরিষদ কুয়েত সভাপতি এবং তারেক পরিষদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের,কুয়েত বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক সফি উল্লা লিটন,সহ প্রচার সম্পাদক সাইফুল ইসলাম,স্বেচ্চাসেবক বিষয়ক সম্পাদক শাহ আলম,সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোশারেফ হোসেন,ইমরান শিকদার,জাফর ইকবাল পলাশ,আনোয়ার হোসেন, নাসের আহম্মেদ প্রমুখ।বক্তারা বলেন বেগম জিয়ার মার্চ ফর ডেমোক্রেসির আহবানে শেখ হাসিনার জুলুমবাজ সরকার ভীত হয়ে মানুষকে ঢাকায় আসতে বাধা প্রদান করিতেছে।যতই জুলুম নির্যাতন করুক স্বার্বভৌমত্ব ও গনতন্ত্রের রক্ষার জন্য রাজপথে নেমে আসা মানুষকে থামিয়ে রাখা যাবেনা।১৮ দলীয় জোটের নের্তৃত্বে বাংলার মানুষ আজ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছে।আওয়ামী নব্য বাকশালী এই সরকারের পতন প্রর্যন্ত জনগন রাজপথ থেকে ঘরে ফিরবেনা।হাসিনার পুলিশ বাহীনি বিজয়ের মাসে নির্বিচারে গুলি চালিয়ে যে সব মানুষকে হত্যা করেছে তাদের রক্ত কখনো বৃথা যেতে পারেনা।আমাদের ভাইদের পবিত্র রক্তের বিনিময়ে বেগম জিয়ার হাত ধরে এই দেশে আবারো গনতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন কুয়েত বিএনপির নেতারা।অনুষ্ঠানের পুরো সময় জুড়ে শত শত নেতা-কর্মী জাতীয় পতাকা হাতে শতস্ফুর্ত শ্লোগানের মাধ্যমে মার্চ ফর ডেমোক্রেসির সমর্থন জানাইতে থাকে।
Discussion about this post