বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিএনপির সিলেট বিভাগীয় সভাপতি এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় কুয়েত বিএনপি ক্ষুব্ধ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে।
তাদের অভিযোগ, বিএনপির জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার একেরপর এক অপকর্মে লিপ্ত, যার ফলশ্রুতিতে চৌধুরী আলমসহ বহু নেতাকর্মী নিখোঁজ। এখন আবার ইলিয়াস চৌধুরীকে সরকারের বিশেষ বাহিনী দিয়ে অপহরণ করা হয়েছে। বিরোধী কণ্ঠকে রোধ এবং সরকার তার অপকর্ম ও দুর্নীতি ঢাকার জন্য বিভিন্নভাবে এসব দুস্কর্ম ও ন্যকারজনক কাজ করেই চলেছে। এ ঘটনার প্রতিবাদে কুয়েত সিটিতে সমবেত বিএনপি নেতারা সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ‘অবিলম্বে ইলিয়াস আলীকে মুক্তি দিতে হবে নতুবা এর পরিণাম সরকারের জন্য শুভ হবে না।’ বক্তারা আরও বলেন, ‘আজকে দেশে গণতন্ত্র নসাতের চেষ্টা চলছে। সরকার হীন উদ্দেশ্যে গণতন্ত্র উচ্ছেদ করে বাকশাল কায়েম করতে মরিয়া হয়ে লেগেছে। জিয়ার সৈনিকরা বেঁচে থাকতে সরকারের এই হীন উদ্দেশ্য কোনদিন বাস্তবায়ন হবে না।’ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কুয়েত সিটির ভারপ্রাপ্ত সভাপতি সোয়েব আহমেদ, সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম, সহ-সভাপতি মাস্টার নুরুল ইসলাম, আল আমিন চৌধুরী স্বাপন, মো. মঈন উদ্দীন, আব্দুল কাদের মোল্লা, নাসের মর্তুজা এবং যুগ্ম-সম্পাদক আক্তারুজ্জামান মোহাম্মদ আক্তার, আবুল হাশেম এনাম, আনোয়ার হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মায়মুন, সহ-সাংগঠনিক সম্পাদক আ ন ম তোহা মিলনসহ বিভন্ন প্রদেশের নেতারা।
Discussion about this post