Home / কুয়েত / কুয়েত শাখা শ্রমিকদল কর্তৃক মহান মে দিবস পালিত

কুয়েত শাখা শ্রমিকদল কর্তৃক মহান মে দিবস পালিত

শেখ এহছানুল হক খোকন কুয়েত ব্যুরো। কুয়েত সিটির রাজধানী হোটেল’র বলরুমে বৃহস্পতিবার শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের কুয়েত শাখার সভাপতি আজিজ উদ্দিন মিন্টুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপি’র সভাপতি প্রকৌঃ মোঃ আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রকৌ: কাজী মঞ্জুরুল আলম সাধারণ সম্পাদক কুয়েত বিএনপি, আবুল হাসেম এনাম যুগ্ম সম্পাদক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মাঈমুন কুয়েত বিএনপি, যুবদল কুয়েত শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহান সবুজ, আব্দুল হামিদ, শ্রমিকদল কুয়েত শাখার সাধারণ সম্পাদক মোমিন উল¬াহ পাটোয়ারী, শাহ আলম, আলমগীর ভুইয়া, সহ বিশেষ বিশেষ নেতৃবৃন্দ এছাড়া শ্রমিকদলের বিভিন্ন অঞ্চল’র নেতা কর্মী সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা ও উপস্থিত ছিলেন। বক্তারা সেদিনের সিকাগো শহরে শ্রমিকদের ডাকা দাবী আদায়ের আন্দোলনে যে ইতিহাস সৃষ্টি হয়েছিল এবং সেদিন যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরন করে বর্তমান পেক্ষাপট’র ইতিবৃত তুলে ধরে জোরালো বক্তব্য রাখেন। শ্রমিক নেতা আজ মহান মে দিবসকে পালন করে বিশ্ববাসীকে স্মরন করিয়ে দেয় তেমনি আজও নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে থেকে এবং দেশনেত্রী বেগম জিয়ার সকল আন্দোলন সংগ্রামের সাথে একাত্বতা ও দাবী আদায়ের সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা ব্যক্ত করেন। শ্রমিকদের খামে ভেজা পরিশ্রম যেন বৃথা না যায় তার প্রতি সাবধান থাকার আহবান জানানো হয়।

About

আরও পড়ুন...

কুয়েতে ফেনী স্পোর্টিং ক্লাবের অভিষেক ও পরিচিতি সভা

কুয়েতে জিলিব আল সুয়েখের একটি হোটেল শুক্রবার রাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই পরিচিত সভা …

error: Content is protected !!