পূর্ণতা
জীবন ভালবাসা
আবুল বাশার শেখ
বুকের ভেতর অভিমান
রাতে জেগে লেখা গান।।
হয় না পূরন
জীবনের সব আশা,
জীবনটাকে ধ্বংশ করে
সাধের ভালবাসা।।
চাওয়া থেকে পাওয়া হয়
পাওয়ার পরে পর,
সারা জীবন কেউবা করে
ভুল মানুষের ঘর।।
মুখ দেখে তো যায়না বলা
কার অন্তরটা ঠাসা।।
এক নজর না দেখলে যারে
মন করে আনচান,
তারে ভুলে কেউবা আবার
গায় নতুনের গান।।
বাস্তবতা বড়ই কঠিন
মিছেই কান্না-হাসা।।
কে আমি ?
ফাতেমা হক মুক্তা-মনি ।
কে আমি ? কি আমি ?
কোথায় ছিলাম ? কোথায় আমি ?
শুঁকনো পাতা , শুষ্ক নদী ………
মেঘের আকাশ মরুভূমি ।
কে আমি ?
রুদ্ধ দ্বার , ঝড় মড় মড়
এই তো আমি ……
কে আমি ?
ধ্বংস লীলা , ঝরা মালা
হাহাকারের বধ্যভূমি ।
কে আমি ? কি আমি ?
শুভ হোক রাতটা
এই রাতই শেষ না হোক কারো জীবনে ।
Discussion about this post