জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কে কারাদণ্ডাদেশ দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভা করেছে কুয়েত বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।
বৃহঃস্পতিবার রাতে কুয়েত সিটির প্রায় সব হোটেল কুয়েত বিএনপির নেতাকর্মীদের প্রতিবাদ সভায় প্রবাসী নেতাকর্মীদের উপস্থিতি দেয়া যায়। সিটির একটি হোটেলে কুয়েত বিএনপি কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন কুয়েত বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সোয়েব আহম্মেদ। আক্তারুজ্জামান ও আজীজ উদ্দিন মিন্টুর যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য দেন কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী মঞ্জরুল আলম সহ সভাপতি মাইন উদ্দিন, আল আমিন স্বপন, নাছের মুর্তজা সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মায়মুন সহ কুয়েত বিএনপি ও এর সহযোগি এবং প্রদেশ শাখার নেতৃবৃন্দরা।
এসময় বক্তারা অভিযোগ করেন বলেন এ রায় রাজনৈতিক প্রতিহিংসার। অবিলম্বে বেগম জিয়ার মুক্তির দাবি জানিয়ে বর্তমান সরকারের হাত থেকে দেশ ও গণতন্ত্র রক্ষায় দেশ বিদেশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
Discussion about this post