খুলনা ব্যুরো : খুলনা বিভাগের প্রাথমিক বিদ্যালয়সমূহে শতভাগ ভর্তি, উপস্থিত, ঝরে পড়া রোধ ও গুণগত প্রাথমিক শিক্ষা অর্জনে কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা আজ সকালে খুলনা পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন। খুলনা বিভাগীয় প্রাথমিক শিা অফিস এ সভার আয়োজন করে। প্রধান অতিথির বক্তৃতায় সচিব বলেন, শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ দ্রুত অগ্রগতি অর্জন করেছে। প্রাথমিকে শতভাগের কাছাকাছি শিক্ষার্থী ভর্তি, প্রাথমিক ও মাধ্যমিকে ছাত্র-ছাত্রী বৃদ্ধি, শিক্ষা বর্ষের প্রথমে পাঠ্যবই প্রদান ও কাস শুরু সহ নানাক্ষেত্রে বাংলাদেশ সফলতা অর্জন করেছে। তিনি আরও বলেন, প্রাথমিক শিাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে। শিার মানোন্নয়নে আপনাদের অবদান অনেক। আপনারাই পারেন শিক্ষার গুণগতমান উন্নয়ন করতে। পেশার প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্ব পালনের জন্য তিনি শিক্ষা কর্মকর্তা-কর্মচারী ও সংশিষ্টদের আহ্বান জানান।বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, খুলনা জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ইফতেখার হোসেন ভূঁইয়া। এতে সভাপতিত্ব করেন খুলনা প্রাথমকি শিক্ষা বিভাগের উপ-পরিচালক একেএম গোলাম মোস্তাফা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার সমাদ্দার, যশোর পিটিআই’র সুপারিনটেনডেন্টে মোঃ কামরুজ্জামান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম এবং দিঘলিয়া উপজেলার শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম প্রমূখ।মতবিনিয় সভায় খুলনা বিভাগের ১০জেলার প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই’র সুপারিনটেনডেন্টে, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা ইন্সট্র্যকটর (ইউআরসি), সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং অফিস সহকারীগণ উপস্থিত ছিলেন।
Discussion about this post