বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুদিনের দ্বিতীয় অংশীদারিত্ব সংলাপ আজ রবিবার শুরু হচ্ছে। এ বৈঠকে যোগ দিতে ঢাকা গেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান। ওয়েন্ডি শারম্যান ২৬ থেকে ২৮ মে ঢাকায় অবস্থান করবেন। বাংলাদেশের সঙ্গে দ্বিতীয় অংশীদারিত্ব সংলাপে যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন শারম্যান। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাত করবেন তিনি। বৈঠকে যোগ দিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক ও ব্যবসা বিষয়ক সহকারী সেক্রেটারি জোস ডাবলু ফার্নান্দেস ঢাকায় গেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় অংশীদারিত্ব বৈঠকে শ্রম ইস্যু গুরুত্ব পাবে। বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দ্রুত সংশোধিত শ্রম আইন পাসের তাগিদ দেয়া হতে পারে। আন্ডার সেক্রেটারি শারম্যান শ্রম, শিল্প ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকেও নেতৃত্ব দেবেন। এতে রানা প্লাজার দুর্ঘটনার পরবর্তী পোশাকশিল্প খাতের মান নিয়ে আলোচনা হবে। এছাড়া এ বৈঠকে বাংলাদেশের চলমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে। বাংলাদেশের পক্ষ থেকে জিএসপি সুবিধা বহাল, শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের বিষয়টি গুরুত্ব দেয়া হবে। এছাড়া উন্নয়ন, সুশীল সমাজ ও সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতা, মানবতাবিরোধী অপরাধের বিচার, রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা, হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি ও তাদের সামপ্রতিক ঢাকা অবরোধ, নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর সংলাপের প্রস্তাবসহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
Discussion about this post