Home / বিশ্ব / গুয়াতেমালায় হত্যার অভিযোগে সাবেক পুলিশ প্রধান গ্রেফতার

গুয়াতেমালায় হত্যার অভিযোগে সাবেক পুলিশ প্রধান গ্রেফতার

গুয়াতিমালার সাবেক পুলিশ প্রধান মার্লিন ব্লাঙ্কোকে ২০০৯ সালে বেশ কয়েকটি বিচার বহির্ভূত হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শুক্রবার গ্রেফতার করা হয়েছে। জাতিসংঘ সমর্থিত ইন্টারন্যাশনাল কমিশন এগেইনস্ট ইম্পিউনিটি গুয়াতেমালা শাখার মুখপাত্র ডিয়েগো অ্যালভারেজ জানান, ব্লাঙ্কো ও অন্যান্য সন্দেহভাজনদের বিরুদ্ধে একটি দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। দলটি ‘সমাজ শুদ্ধির’ অংশ হিসেবে তিন ব্যক্তিকে হত্যা করে। উপ-স্বরাষ্ট্র মন্ত্রী জুলিয়ো রিভেরা জানান, গুয়াতেমালার রাজধানীর উপকণ্ঠে অবস্থিত নিজ বাড়ি থেকে সাবেক উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ব্লাঙ্কোকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও সিআইসিআইজি’র এজেন্টরা তাকে গ্রেফতার করে। একই অভিযোগে গ্রেফতারকৃত অন্যান্যরা হলেন-সাবেক ন্যাশনাল সিভিল পুলিশ কমিশনার এডউইন ন্যাথানিল চিপিক্স নোৎজ, এজেন্ট উইল্ডার ভালদেজ লোপেজ, মার্ডোকিউয়েও লেমাজ লোপেজ ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইসরায়েল চ্যাভেজ ও লিনো এফরিন কাস্টিলো।

About

আরও পড়ুন...

স্পেনে করোনার টিকা প্রদান শুরু

সাহাদুল সুহেদ, স্পেন: করোনাভাইরাস প্রতিরোধে স্পেনে টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (২৭ ডিসেম্বর) স্থানীয় …

error: Content is protected !!