জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে পাঁচদিনব্যাপী রিসার্চ মেথডলজি’র ওপর প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয় বৃহস্পতিবার। গত ১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষক অংশ নেন। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে চলছে। প্রশিক্ষণ প্রতিটি মানুষকে শাণিত করে। গবেষণাকর্ম এগিয়ে গেলে একটি বিশ্ববিদ্যালয় প্রকৃত অর্থে এগিয়ে যায়। বিশ্ববিদ্যালয়েরেউন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অতি শিগগির সব অনুষদে এ কার্যক্রম শুরু হবে।। তরুণ শিক্ষকরা এই রিসার্চ মেথডলজি প্রশিক্ষণ গ্রহণ করে তাদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করবে। প্রতিটি বিভাগের সেমিনারে উন্নত পাঠ্যবই সংগ্রহ করে সেগুলোর আওতায় সিলেবাস প্রণয়ন করতে হবে। মানসম্মত শিক্ষা প্রদান করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে।’’এ সময় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোস্তফা হাসান, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রেজাউল করিম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল অদুদ।প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থাপনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান জুনায়েদ হালিম। এসময় পরিকল্পনা, উন্নয়ন ও ওয়াকর্স বিভাগের পরিচালক (চলতি দায়িত্বপ্রাপ্ত) প্রকৌশলী মো. সারফুদ্দিনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
Discussion about this post