অস্কার নমিনেশন পাওয়া হলিউডের বিখ্যাত পরিচালক ব্র�স বেরেসফোর্ড সম্প্রতি ভারত সফরে আসেন। ভারতে এসে এক পার্টিতে তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনীর উপর একটি ছবি নির্মাণের ইচ্ছে প্রকাশ করেন। ভারতীয় পত্রিকা জি-নিউজ তথ্যে জানা যায়, ডেন্টিস্ট ড. প্রধান একটি স্পেশাল পার্টির আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ব্র�স বেরেসফোর্ডকে আমন্ত্রণ জানান। সেখানেই নিজের ইচ্ছের কথা জানান বেরেসফোর্ড। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনী নিয়ে এ প্রজেক্টটি তার ক্যারিয়ারে একটি গর্বিত প্রজেক্ট হবে বলে মনে করেন তিনি। তাই ছবির চরিত্রগুলো নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। বলিউড ও হলিউডের অভিনয় শিল্পীদের নিয়ে চরিত্রগুলো সাজানো হয়েছে। ছবির চরিত্রের গভিড়তাকে বুঝতে পারে এমন অভিনেতাকে সে চরিত্রে চূড়ান্ত করা হয়েছে। আয়োজিত এ পার্টির বিশেষ আকর্ষণ ছিল, বেরেসফোর্ডের নতুন ছবিতে টেকনিক্যাল থেকে শুরু করে অভিনয়ে যারা জড়িত তাদের সবার ছবি অনস্ক্রিনে উপস্থিত দর্শকদের তুলে ধরেন। সেখানে চার্লিজ থেরন ও শাহরুখের ছবিও দেখতে পান অতিথিরা। অনস্ক্রিনে শাহরুখের ছবি দেখা যায় জহরলাল নেহেরুর বেশে। তাই উপস্থিত অতিথিরা নিশ্চিত হয়েছেন, বেরেসফোর্ডের নতুন ছবিতে জহরলাল নেহেরুর চরিত্রে অভিনয় করবেন বলিউড বাদশা শাহরুখ খান।
Discussion about this post