তৈয়বুর রহমান টনি নিউ ইয়র্কঃ- ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে অত্যন্ত জাকজমকপূর্ণ ভাবে গত ৭ই ডিসেম্বর শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো নিউ ইয়র্কে’র বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা “সন্দীপ এসোসিয়েসনে”র নবাগত কমিটির অভিষেক-আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান। ব্রুকলীনে অবস্হিত পি এস ১৭৯ স্কুলে এই অনুষ্ঠনটি অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে অভিষেক অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সন্দীপ এসোসিয়েসনের সভাপতি এন আমিন। মঞ্চে প্রধান অতিথির আসন অলংকৃত করেন সন্দীপ এসোসিয়েসনের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কাসেম। বিশেষ অতিথি হিসাবে মঞ্চে উপস্হিত ছিলেন শফিকুল আলম অল স্টার, মোঃ শহীদ উল্লাহ, জিয়া উদ্দিন কানু, হাজী আবুল কাসেম, মোঃ রফিকুল ইসলাম, জসিম উদ্দিন, নজরুল ইসলাম বাবু, ইন্জিঃ মোতাহার হোসেন, আনোয়ার হোসেন সেলিম, হাজী শফিকুল আলম, মোস্তফা কামাল পাশা ও নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত পাঠ ও দোয়া পরিচালনা করেন মোঃ সানাউল্লাহ।
এই পর্বের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শামসুদ্দিন আজাদ, সন্দীপ এসোসিয়েসনের সভাপতি এন আমিন। সভাপতি এন আমিন বলেন-“বহু রাই উৎরাই ও বাধা বিপত্তি পার হয়ে আমাদের এই পর্যায়ে আসা। আমেদের আন্তরকভাবে সহযোগিতা করার জন্য নিউ ইয়র্কে বসবাসরত সকল সন্দীপবাসীদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ”। তিনি নির্বাচিত নতুন কমিটিকে অভিন্দন জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল “সন্দীপ এসোসিয়েসনে”র নবগঠিত কমিটির শপথ বাক্য পাঠ। নবনির্বাচিত কমিটিকে মঞ্চে ডাকেন নির্বাচন কমিশনের সদস্য নজরুল ইসলাম। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা কামাল পাশা।
আলোচনা অনষ্ঠানের সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি মজিবুর মওলা ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবুল হাসান মহিউদ্দিন। এই পর্বে বিশেষ অতিথি হিসাবে মঞ্চে আরো ডাকা হয় সন্দীপ এসোসিয়েসনের নব-নির্বাচিত সহ-সভাপতি ফোরকান উদ্দিন, মোঃ নূরুজ্জামান, মোঃ সেলিম খান, মোঃ মোশারফ ও জমশেদুর রহমান। যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী হায়াত ও জাবেদ উদ্দিন। এই পর্বে শুভেচ্ছা বক্তব্য রখেন নজরুল ইসলাম, আব্দুল কাদের, মোস্তফা কামাল পাশা, নজরুল ইসলাম বাবু, জিয়াউদ্দিন কানু, আওলাদ হোসেন। আরোও বক্তব্য রাখেন এটর্নি-এট-ল প্যারী ডি সিলভা।
প্রধান অতিথি সন্দীপ এসোসিয়েসনের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কাশেম তাঁর বক্তব্যে বাংলাদেশের ঐতিহ্যবাসী জেলা “সন্দীপ এসোসিয়েসনে”র নতুন কমিটিকে অভিন্দন জানান। তিনি বলেন-“শুরু থেকে আমারা ঐক্যবদ্ধ ভাবে এই এই সংগঠনটিকে এগিয়ে নিয়ে গিয়েছি। আপনাদের আন্তরিক সহযোগিতা না পেলে আমাদের এতদুর আসা সম্ভব হতো না। আমরা অতীতে এই সংগঠনের বিভিন্ন কার্যক্রম স্বাধীনতা দিবস, বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারী, ইফতার পার্টি, ঈদ পূর্ণমিলনী, পহেলা বৈশাখ ইত্যাদির মা্ধ্যমে সন্দীপ বাসীদের একত্রিত করেছি এবং ভবিস্যতেও করবো এই আশা করছি”।
নবনির্বাচিত কমিটির নতুন সভাপতি মুজিবুর মওলা উপস্হিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানে আসার জন্য। তিনি বলেন-“আমরা সকল বাধাবিপত্তিকে অতিক্রম করে সামনের দিকে যেন এগিয়ে যেতে পারি এবং এই সংগঠনের অর্জিত সুনাম অক্ষুন্ন রাখতে পারি সেই দোয়া কামনা করছি সকলের কাছে। আমরা সবাইকে নিয়ে একত্রে কাজ চাই”।
অভিষেক অনুষ্ঠানটির শেষ পর্বে ছিল মনোজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পর্বটি উপস্হাপনা করেন ঝর্ণা। সংগীত পরিবেশন করেন প্রবাসের খ্যতিমান সংগীত শিল্পী শাহ মাহবুব, জিনাত রেহেনা রত্না, নীলয় ও মাহী। নাচ পরিবেশন করেন প্রিয়া ডায়েস ড্যান্স একাডেমির শিল্পীবৃন্দ। এই পর্বে আরোও ছিলন টুম্পা, শুতপা, শান্তা, স্মৃতী ও মাইশা। মিউজিক পরিচালনয় ছিলন পার্থ বড়ুয়া, জোহান, রাকেশ ও আকাশ। সহযোগিতায় ছিলেন আলম, তামিম ও লিটন। সাউন্ড পরিচালনার ছিলেন জিয়া, মনিরুল ও বশির।
এই আয়োজনে প্রচন্ড শীতকে উপেক্ষা করে বহু লোগের সমাগম ঘঠে। সামাজিক, রাজনৈতক ও সাংস্কৃতিক অংগনের বহু খ্যাতিমান ব্যাক্তিরা ও প্রিন্টমিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মকর্তারা উপস্হিত ছিলেন। মধ্যরাত্র পর্যন্ত্য চলা এই অভিষেক অনুষ্ঠানটি উপস্হিত সকলে প্রানভরে উপভোগ করেন। আমন্ত্রীত অতিথিদের জন্য কর্মকর্তারা রাত্রের ডিনারের ব্যাবস্হা করেন। সাবলীল উপস্থপনায় অভিষেক অনুষ্ঠানের সফলভাবে সমাপ্তি ঘটে। সবমিলিয়ে “সন্দীপ এসোসিয়েসনে”র সমগ্র অভিষেক অনুষ্ঠানটি ছিলো খুবই প্রানবন্ত।
Discussion about this post