Home / কুয়েত / জাকের পার্টির চেয়ারম্যন’র আবির্ভাব দিবস উদযাপন করেছেন জাকের পার্টি কুয়েত শাখা

জাকের পার্টির চেয়ারম্যন’র আবির্ভাব দিবস উদযাপন করেছেন জাকের পার্টি কুয়েত শাখা

আল আমিন রানা, কুয়েত প্রতিনিধি-জাকের পার্টির চেয়ারম্যন পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী’র আবির্ভাব দিবস উদযাপন করেছেন জাকের পার্টি কুয়েত শাখার নেতৃবৃন্দ শুক্রবার দিন রাতে কুয়েতস্হ হাছাবিয়া কেন্দ্রীয় কার্যল্যায়ে । সংগঠনের সহ-সভাপতি হারুনুর রশিদ বাদলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জামির হোসেন ফিরুজ এর সনঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন এনামুল হাছান, শিরাজুল ইসলাম, মোঃ আরিফ, আহমেদ হোসেন, হারুনুর রশিদ অরুন, মোঃ সেলিম,মিজানুর রহমান,মাওলানা আব্দুল আহাদ প্রমুখ । পৃথিবীর এই ক্রান্তি লগ্নে পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী নেতৃত্বে বিশ্বের সকল শান্তিকামী মানুষদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহাব্বান জানানো হয় জাকের পার্টি কুয়েত শাখার পক্ষ থেকে। বিশ্ব মুসলিমের ঐক্য শান্তি ও পীরজাদার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করেন আলহাজ্ব সানোয়ার হোসেন পরিশেষে সংঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আবির্ভাব দিবস উদযাপনের কেক কাটেন হারুনুর রশিদ বাদল।

আরও পড়ুন...

কুয়েতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে নব নিযুক্ত রাষ্ট্রদূতের মতবিনিময় সভা

বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের ব্যাপারে উপসাগরীয় দেশ গুলোর রাষ্ট্রদূতগন কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে …