কুয়েত প্রতিনিধিঃ স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলক আ.স.ম আবদুর রব এর জাতীয় সমাজতান্ত্রিক দল (জে.এসডি) সমর্থক ফোরাম কুয়েত শাখার নেতৃবৃন্দ কুয়েত প্রবাসী সূধীজনের সম্মানার্থে এক দোয়া ও ইফতার মাহফিলে আয়োজন করে। হাওয়াল্লী অবস্থিত হোটেল হায়াত জে.এস.ডি সমর্থক ফোরাম কুয়েত’র সভাপতি মোঃ সাহাব উদ্দিন’র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোহাম্মদ আলী জিন্না’র সঞ্চালনায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মারাফি কুয়েতিয়া গ্রুপ অব কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর, সি.ই.ও শহীদ ইসলাম পাপুল এবং এন.আর,বি কমার্সিয়াল ব্যাংক’র পরিচালনা পরিষদের পরিচালক। বিশেষ অতিথির মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম সাধারন সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি কুয়েত, বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত’র সভাপতি ফয়েজ কামাল, ডঃ মনির হোসেন, বিমান বাংলাদেশ এয়ার লাইন্স’র কান্ট্রি ম্যানেজার দিবাকর দেওয়ানজী, ডঃ শাহজাহান, বিবা সাধারণ সম্পাদক লুৎফর রহমান মুকাই আলী প্রমুখ। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক সাংবাদিক সংগঠনের উল্যেখযোগ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেএসডি’র মিশন এবং ভিশন নিয়ে বক্তব্য রাখেন সভাপতি মোঃ সাহাব উদ্দিন, সম্পাদক মোহাম্মদ আলী জিন্না, সহ-সভাপতি মোঃ হারুন ওর রশিদ। সংগঠনের কুয়েত শাখার কার্যকর্ম ও সম্মানার্থ ইফতার মাহফিলের শুভেচ্ছা ও ধন্যবাদ বক্তব্য জ্ঞাপন করেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোহাম্মদ ইয়াকুব। আলোচনা শেষে সংগঠনটির প্রতিষ্ঠাতা আ.স.ম আবদুর রব এর দীর্ঘয়ু কামনা সহ দেশ ও জাতীর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
Discussion about this post