মঈন উদ্দিন সরকারঃ কুয়েত সিটির মালিয়াস্থ চায়না গ্রীল রেষ্টেুরেন্টে জাতীয় সমাজতান্ত্রীক দল (জে.এস.ডি ) সমর্থক ফোরাম এর উদ্দোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাহাব উদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিমানের কান্ট্রি ম্যানেজার এ এস এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি কুয়েত পুলিশের উর্ধ¦তন কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল আব্বাস হাসান আব্দুল্লাহ আতাস, মারাফি কুয়েতীয়া কোম্পানীর সিইও শহীদ ইসলাম পাপুল, বিশিষ্ঠ শিক্ষাবিদ ডক্টর মোঃ মনিরুজ হোসাইন, বিবা’র সভাপতি জাহাঙ্গীর হোসাইন পাটোয়ারী, বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন এর সভাপতি প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্না’র সঞ্চালনায় অনুষ্ঠানে কুয়েত প্রবাসী অসংখ সুধীজনেরা উপস্থিত ছিলেন। সভাশেষে দেশ ও জাতীর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
Discussion about this post