নাজমুল হক বাংলার র্বাতা জামালপুর প্রতনিধিঃি জামালপুরের সরিষাবাড়ির চর পোগলদীঘায় যমুনার শাখা নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। পোগলদীঘা নৌকা বাইচ পরিচালনা কমিটি আয়োজিত এই প্রতিযোগিতায় টাঙ্গাইলের গোপালপুর, মধুপুর, ধনবাড়ি ও জামালপুরের মেলান্দহ উপজেলার ১২টি দল অংশ নেয়। দুইদিন ব্যাপী অনুষ্ঠিত জমজমাট এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মেলান্দহের শেখসাদী গ্রামের দুলাল ফকিরের দল এবং রানার্সআপ হয়েছেন মেলান্দহের ঝাউগড়া গ্রামের সফর মন্ডলের দল। গ্রাম বাংলার এতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে আশপাশের কয়েকটি গ্রামের হাজার হাজার নারী-পুরুষ দর্শক যমুনা শাখার তীরে ভিড় করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ছানোয়ার হোসেন বাদশা। এ সময় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা অধ্যাপক লুৎফর রহমান, শিক্ষাবিদ আবুল হোসেন সরকার ও বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি গরু এবং দ্বিতীয় পুরস্কার দেয়া হয়েছে একটি রঙিন টেলিভিশন। নৌকা বাইচে অংশ নেয়া দলনেতারা জানায়, এক সময় বর্ষাকালে প্রায় প্রতিদিনই ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা কোন না কোন স্থানে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এখন আর তেমন একটা হচ্ছে না। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গ্রামের ঐতিহ্য নৌকা বাইচ। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে সমাজের বিত্তশালীরা প্রতিবছর নৌকা বাইচের আয়োজন করবে এমনটাই আশা করছেন বাইচ নৌকার অংশ নেয়া দল নেতারা।
Discussion about this post