বাংলা প্রেস, নিউইংল্যান্ড থেকে : জীবনের ঝুঁকি আর ভয় ভীতি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযুদ্ধ প্রজন্মশিল্পী কৌশলী ইমা সর্বপ্রথম গানে গানে রাজাকারদের বিচার দাবি করেন। ‘রাজাকারদের বিচার করা খুব দরকার, করবে বলে কথা দিয়ে করেনা কোন সরকার’ এ গানটি তিনি গত চার বছর ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মঞ্চে গেয়ে আসছেন। মুক্তিযুদ্ধ প্রজন্মশিল্পী শিল্পী কৌশলী ইমা লালন ও লোকগীতির পাশাপাশি সমকালীন গান গেয়ে থাকেন। এ গান প্রসঙ্গে তিনি বলেন, তার সমকালীন গানের ধারাবাহিকতায় গত ২০০৯ সালের মাঝামাঝি নিউইয়র্কের একটি স্টুডিওতে তার এ গানটি রেকর্ড করা হয়। একই বছরের নভেম্বরে তিনি দেশে বেড়াতে গিয়ে রাজাকারদের বিচার দাবি সম্বলিত এ গানটিসহ ১০টি মৌলিক গানের একটি অ্যালবাম প্রকাশ করার উদ্যোগ নেন। কিন্তু অ্যালবামে ‘রাজাকারদের বিচারের দাবি’ নিয়ে এ গানটি সংযুক্ত থাকায় কোন টিভি-রেডিও এবং অডিও-ভিডিও প্রতিষ্ঠান ভয়ে তার অ্যালবাম প্রকাশ ও প্রচারে অনীহা দেখায়। শেষে তার সেই গানটি বাদ দিয়ে চ্যানেল আই অডিও ভিশন থেকে ‘মাটির মানুষ’ নামে একটি অ্যালবাম প্রকাশ করে। গত ২০১২ সালে রাজাকারদের বিচারের দাবি’র সেই গানটিসহ আরও ৯টি প্রতিবাদী গান নিয়ে ‘জেন্টেলম্যান’ নামে নতুন একটি অ্যালবাম প্রকাশ করেন যুক্তরাষ্ট্রস্থ সুখ অডিও ভিশন। মুক্তিযুদ্ধ প্রজন্মশিল্পী কৌশলী ইমা ভয় ভীতি ও হুমকি উপেক্ষা করে বাংলাদেশের দুর্নীতিবাজ মন্ত্রী, আমলা ও সাংসদদের চারিত্রিক বৈশিষ্ট নিয়েও গান গেয়েছেন। তিনি সমাজের নানা অনিয়ম-দুর্নীতি, অন্যায়-অবিচার ও কুসংস্কারকে গানের ভাষায় দর্শক-শ্রোতাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন। এছাড়াও তিনি রাজনীতির নামে নেতা-নেত্রীদের ভন্ডামী, রাজাকারদের বিচারের দাবি, টিপাইমুখ বাঁধ বন্ধের দাবি, পিলখানার জঘন্য হত্যাকান্ড, নিমতলীর ভয়াবহ অগ্নিকান্ড, নারী-পুরুষে বৈষম্য এবং অবৈধ অভিবাসীদের সুখ-দুঃখ নিয়ে গান গেয়েছেন। তার গাওয়া গান শুনে দর্শক-শ্রোতার হৃদয় ছুঁয়ে যায়। তিনিই প্রথম রাষ্ট্রীয় মর্যাদা থেকে বঞ্চিত, অবহেলিত ও ভিক্ষে করে খাওয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে গান গেয়েছেন। মুক্তিযুদ্ধ, রাজনীতি, দেশপ্রেম, মানবপ্রেম ও আধ্যাত্মিক বিষয় নিয়ে তার গাওয়া গান সর্ব মহলে প্রশংসিত। সমসাময়িক বিষয় এবং জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু ভিত্তিক তার বৈচিত্র্যময় গান ইতোমধ্যে দেশ ও বিদেশে বেশ সুনাম কুড়িয়েছে। দেশে অবস্থানকালে গান গেয়েছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনে। বৈচিত্র্যময় গানের সংকলন ‘আমলনামা ডট কম’, ‘মাটির মানুষ’ এবং সর্বশেষ গত বছর প্রকাশিত ‘জেন্টেলম্যান’ সহ তার তিনটি আলবাম বেরিয়েছে। বিভিন্ন সমকালীন ও বৈচিত্রময় গান নিয়ে তার একক অ্যালবামের গানগুলো বাংলা সঙ্গীত পিপাসুদের মনের খোরাক মেটাবে বলে কৌশলী ইমা আশা করছেন। তার এ গানটি ইউটিউব, ফেসবুক ও টুইটারসহ বিভিন্ন অনলাইন মিডিয়াতে পাওয়া যাচ্ছে। ইউটিউবে kousholyema অথবা Rajakarder Bichar Chai অনুসন্ধানে পাওয়া যাবে সেই গান।
Discussion about this post