Home / দেশ / সারাদেশ / ঝালকাঠির রাজাপুরে পুলিশ বিএনপি সংঘর্ষ পুলিশসহ আহত ২৫ : গ্রেফতার ১৯

ঝালকাঠির রাজাপুরে পুলিশ বিএনপি সংঘর্ষ পুলিশসহ আহত ২৫ : গ্রেফতার ১৯

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে আজ বিকেলে তত্তাবধায়ক সরকারের দাবিতে বিএনপির মিছিলে পুলিশ পিছন থেকে ধাওয়া দিলে সংঘর্ষ বাঁধে। বিকেল পৌনে ৫ টায় এ ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের সংঘর্ষে ২ পুলিশ সহ আহত হয় ২৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ফাঁকা গুলি ছুরে পুলিশ। এসময় কিছু নেতাকর্মী দূর থেকে থানার ভিতরে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় রাজপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতিসহ বিএনপি‘র ১৯ জন নেতা-কর্মী আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে বিশেষ ট্রাইব্যুনাল আইনে মামলার প্রস্তুতি চলছে । গুরুতর আহত এসআই আতিকুল ইসলামকে বরিশাল হাসপাতালে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন...

শার্শায় নিয়োগ পরীক্ষায় সভাপতি’র স্ত্রী ফেল করায় পিস্তল ঠেকিয়ে সই নেয়ার মিথ্যা অভিযোগ

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলার মহিষাপীর আব্দুস ছোবহান আলীম মাদ্রাসার সভাপতি আব্দুস সালাম এর …