নাজমুল হক বাংলার র্বাতা জামালপুর প্রতনিধিঃি ঝিনাইগাতী থানার পুলিশ এক অভিযান চালিয়ে বালু ভর্তি ট্রাকে পাচার কালে ১২বোতল ভারতীয় মদসহ ২ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঝিনাইগাতী থানার এস,আই গিয়াস উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় মদের বোতল পাচার কালে বালু ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৭১৬২) আটক করে। বালু ভর্তি ট্রাকটি রাংটিয়া বাজারে থামিয়ে তল্লাশী করে বালুর নীচ থেকে ১২বোতল ভারতীয় বিভিন্ন ধরনের মদ উদ্ধার করে। এসব মদের বোতল পাচারের সাথে জড়িত উপজেলার রাংটিয়া গ্রামের মুসলেম মিয়া (৩৫) এবং ফারুক ২৫) কে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ঝিনাইগাতী থানার এস,আই গিয়াস উদ্দিন জানান, অভিনব কায়দায় বালুর নীচে ভারতীয় ১২টি মদের বোতল পাচার কালে অভিযুক্তদের আটক করা হয়। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার কোর্টে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, ঝিনাইগাতীর গারো পাহাড় দিয়ে পাচার হয়ে আসা মদের বোতল বিভিন্ন বালু ভর্তি ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে চোরকারবারীরা দেদারছে সরবরাহ করে আসছে।
Discussion about this post