Home / প্রবাস / ডিজাইনার রুনি

ডিজাইনার রুনি

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিঊজ: ঈদ মানেই আনন্দ, আর ঈদকে ঘিরে নানা জনের নানা কল্পনা। প্রতিবারের মতো ঈদের আনন্দকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে, ডিজাইনার রুনি তার আপন মহিমায় তৈরি করে চলেছেন ভিন্ন ও রুচিশীল ডিজাইন! যা পোষাক শিল্পের জন্য ইতিবাচক দিক নি:সন্দেহে।
এবারের ঈদে ডিজাইনার রুনি তৈরী করেছেন লং কুর্তি, প্লাজো পেন্ট, আনারকলির সঙ্গে পাটিওয়ালা সেলোয়ার, জয়েন্ট শাড়ি, রিসাইকিলিং এক্সোসারি।
কোটা আর তাতের সাথে বেনারসি, লেইস্্ জামদানি, এম্ব্রোডারি টাইড, এনিমেল প্রিন্ট কুর্তি, কটন এপলিক কুর্তি ইত্যাদি।
এবং ছেলেদের জন্য রয়েছে সর্ট ও লং পাঞ্জাবি। ডিজাইনার রুনি তার ভক্ত অনুরাগীদের রুনিস্্ ডিজায়ার-এর শো রুমে (৩৭-১৯, ৭৪ স্ট্রিট, ফোন: ৭১৮-৪২৪-৪৪৫৬) আমন্ত্রন জানিয়েছেন। সিলেকটিভ আইটেমে রয়েছে ৩০%, ৪০% ও ৫০% ডিসকাউন্ট।
ডিজাইনার রুনির ডিজাইনকৃত ছবিগুলো তুলেছেন কৃষ্ণ রানা ও মেকআপ এ ছিলেন সৃতি।

About

আরও পড়ুন...

পরদেশী বন্ধু মহল কুয়েতের উদ্যোগে বনভোজন

পরবাস জীবনের ব্যস্ততার চাপ কাটাতে কুয়েত প্রবাসীদের নিয়ে আয়োজন করা হয় এক প্রাণবন্ত আনন্দ ভ্রমণের। …