Home / প্রবাস / ডিস্কো রেকর্ডিং এর সত্বাধিকারী শাহীন রহমান গুরুতর অসুস্হ।

ডিস্কো রেকর্ডিং এর সত্বাধিকারী শাহীন রহমান গুরুতর অসুস্হ।

তৈয়বুর রহমান টনি নিউ ইয়র্কঃ- ঢাকার প্রথম অডিও, লস এন্জেলস, নিউ ইয়র্ক এ প্রথম অডিও/ভিডিও এর প্রকাশক, ডিস্কো রেকর্ডিং, ফাস্ট ফুড টক ঝাল মিস্টির সত্বাধিকারী শাহীনুর রহমান  অসুস্হ অবস্হায় বেশ কিছুদিন হাসপাতালে অবস্হান করার পর বর্তমানে তাকেঁ ব্রায়ানউড এর ১৪৪-৪৫, ৪৭ এভিনিউ সিলভার ক্রেস্ট সেন্টার নার্সিংহোমে স্হানান্তরিত করা হয়েছে।  সেখানে তাহাকে ৫ম তলার ৫৫২নং রুমে রাখা হয়েছে।  তাঁর লিভারে পানি জমে যাওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হাসপাতালের কর্তব্যরত ডাক্তারের নিকট থেকে জানা গিয়েছে যে তাঁর শারিরীক অবস্হা বর্তমানে একটু ভাল, ব্রিরথিং টিউব লাগানোর কারনে ভাল করে কথা বলতে পারছেন না।  গত শনিবার সন্ধ্যায় প্রতিবেদক হাসপাতালে শাহীন রহমানকে দেখতে গিয়েছিলেন।  তিনি প্রতিবেদকের মাধ্যমে সবার নিকট দোয়া কমনা করেছেন।  তিনি তার পরিচিত বন্ধু বান্ধব সহ আত্নীয় স্বজন সবাইকে দেখতে চাইছেন।  শাহীন রহমান বলেন-“ সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ যে, আমি সবার দোয়ার বরকতে এবং সর্বোপরি মহান আল্লাহ তালার অশেষ রহমতে এখনোও বেচেঁ আছি। সবাই আমার জন্য ও আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন, আর আমাকে আপনারা সবাই দেখতে আসবেন। আমি যে নার্সিং হোমে আছি সেখানে যে কোনো সময়ই আসতে পারবেন।  ২৪ ঘন্টাই এই নর্সিং হোমে ভিজিটার রোগী দেখতে আসতে পারবে”।  তিনি আরোও বলেন –“আমার স্ত্রী নাসরীন রহমান পপি অসুস্হ তাঁর জন্যও আপনারা দোয়া করবেন। আমার কারোও প্রতি কোনো অভিমান অথবা অভিযোগ নেই। শুধু একটাই কামনা এবং চাওয়া আপনারা সবাই আসবেন আমাকে দেখতে। আমি সবাইকে আবার দেখতে চাই”।

অস্পষ্ট ভাষায় শাহীন রহমান এই কথা গুলো বলে কান্নায় ভেঙ্গে পড়েন।

About

আরও পড়ুন...

২৫শে এপ্রিল থেকে চালু হচ্ছে কুয়েত ও বাহরাইনের ফ্লাইট

ছুটিতে দেশে এসে আটকে পড়া কুয়েত ও বাহরাইন প্রবাসীদের কাজে ফেরাতে ফ্লাইট চালু হচ্ছে। আন্তমন্ত্রণালয়ের …

error: বাংলার বার্তা থেকে আপনাকে এই পৃষ্ঠাটির অনুলিপি করার অনুমতি দেওয়া হয়নি, ধন্যবাদ