ঢাকা বিশ্ববিদ্যালয় কসবা-আখাউড়া ছাত্র সংসদ (ডুসাকা)-এর নতুন কমিটি গঠিত হয়েছে। আশিকুর রহমানকে সভাপতি এবং মোহাম্মদ গোলাম সাঈদকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার অনলাইনে প্রোগ্রামে সংগঠনের ৬ষ্ঠ বার্ষিক সম্মেলন এর মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। আশিকুর রহমান ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী এবং মোহাম্মদ গোলাম সাঈদ পদার্থ বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।
সাবেক সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম হাক্কানী জনির সঞ্চালনায় এই কমিটি ঘোষণা করা হয়, অনলাইন প্রোগ্রামে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কসবা আখাউড়ার ছাত্র সংসদের সম্মানিত উপদেস্ট্রামন্ডলীগণ। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক জসিম উদ্দিন স্যার,বিশেষ অতিথি জনাব আজম কুতুবুল ইসলাম নোমানী স্যার সহ প্রমুখ শিক্ষকগন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কসবা-আখাউড়া ছাত্র সংসদ (ডুসাকা) গঠিত হয়।
Discussion about this post