Home / দেশ / ঢাকা রির্সোটের নব নির্মিত রাফসান ক্যাফের শুভ উদ্বোধন

ঢাকা রির্সোটের নব নির্মিত রাফসান ক্যাফের শুভ উদ্বোধন

IMG-20180103-WA0007গতকাল বুধবার ঢাকা রির্সোটের নব নির্মিত রাফসান ক্যাফের শুভ উদ্বোধন


করেন মাননীয় মন্ত্রী প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাননীয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রাথমিক ও গনশিক্ষা সচিব জনাব মোহাম্মদ আসিফ-উজ-জামান, প্রাথমিক ও গনশিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক ড.আবু হেনা মোস্তফা কামাল,গাজীপুর জেলা প্রসাশক ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবির ও স্থানীয় উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল। ঢাকা রির্সোটের রাফসান ক্যাফেতে সকল প্রকার হালাল ফুড ও অরগান ফুড পাওয়া যায়। মন্ত্রীদ্বয় ঢাকা রির্সোটের রাফসান ক্যাফের ব্যবস্থাপনা ও খাবার দাবার দেখে সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন...

হালিশহরে খাদ্যে ট্রান্সফ্যাট ও হৃদরোগের ঝুঁকি নিয়ে সচেতনতা সৃষ্ঠিতে গ্রামীন পিঠা উৎসব সম্পন্ন!

তেলে ভাজা-পুড়া, অতিরিক্ত, পোড়া ও মানহীন ভোজ্যতেল পরিহার, বেকারীজাতীয় খাদ্যে চর্বি ও ডালডা, বনস্পতি ও …

error: Content is protected !!