বাপ্স নিউজ : জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সাধারণ সম্পাদক জনাব আবদুল মালেক রতন বলেছেন, কর্নেল তাহেরের চেতনা থেকে শিক্ষা নিয়েই দ্বি-দলীয় অপরাজনীতির বিরুদ্ধে তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। কর্নেল তাহের ৭ই নভেম্বরের সিপাহী-গণ অভ্যাত্থানের পর দলতান্ত্রিক শাসন ও সামরিক শাসনের বিকল্প হিসেবে সকল গনতন্ত্রমনা রাজনৈতিক দল ও সমাজশক্তির সমন্বয়ে জাতীয় সরকার গঠনের আহবানের মধ্যদিয়ে যে বিকল্প রাষ্ট্রশক্তি গড়ে তুলতে চেয়েছিলেন তা-ই আজকের বাস্তবতায় তৃতীয় রাজনৈতিক শক্তি। আজ বিকেল ৪টায় কর্ণেল তাহের দিবস উপলক্ষ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর জেএসডি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষনে জনাব মালেক রতন এ সকল কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি জনাব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ এলাচনা সভায় বক্তব্য রাখেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, জিয়া খোন্দকার, এস এম আনছার উদ্দিন, তাজুল ইসলাম, আবদুর রাজ্জাক রাজা, দেলোয়ার হোসন, নুরুল আবছার, আবদুল লতিফ মিয়াু প্রমূখ।
আগামীকাল ২১ জুলাই কর্ণেল তাহের দিবস উপলক্ষ্যে জেএসডি কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি গোলাম এরশাদুর রহমান ও সাইদুর রহমান স্বপনের নেতৃত্বে নেত্রকোনার কাজলাস্থ কর্ণেল তাহেরের সমাধিতে পদযাত্রা সহকারে পুষ্পস্তবক অর্পন করা হবে।
Discussion about this post