Home / বিশ্ব / তিউনিসিয়া এবং তাতাউইন শহরে প্রবাসীদের কল্যাণে রাষ্ট্রদূত

তিউনিসিয়া এবং তাতাউইন শহরে প্রবাসীদের কল্যাণে রাষ্ট্রদূত

মধ্যপ্রাচ্য প্রতিনিধিঃ লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান তিউনিসিয়ার জারজিস এবং তাতাউইন শহরে অবস্থানরত বাংলাদেশিদের সাথে সাক্ষাৎ করেন। সেখানে তাদের খোঁজ খবর নিয়েছেন এবং তাদের কল্যাণে দূতাবাসের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেছেন।

দীর্ঘদিন ধরে লিবিয়া এবং তিউনিসিয়ার স্থল সীমান্ত এবং বিমান যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টার পর লিবিয়া এবং তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়সহ উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান এর নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল স্থলপথে তিউনিসিয়া সফর করেছেন।

সফরকালে দূতাবাসের প্রতিনিধি দলের পক্ষ থেকে তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, অভিবাসন অধিদপ্তর, রেড ক্রিসেন্টে সোসাইটি এবং আইওএম সহ স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বৈঠক করে দেশটির বিভিন্ন শহরে অবস্থানরত বাংলাদেশিদের দেশে প্রত্যাবাসনসহ তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা করছেন বলে জানা যায়।

About banglarbarta.com

আরও পড়ুন...

কুয়েতে সুনাম বয়ে আনবে দক্ষ জনশক্তি নার্স

বাংলার বার্তাঃ মধ্যপ্রাচ্যের অন্যতম ধনীদেশ কুয়েত, এখানে দক্ষ, আধা-দক্ষ, স্বল্প দক্ষ জনশক্তির রয়েছে অসংখ্য চাহিদা। …