মোঃ হাবিবুর রহমান খান, কুমিল্লা প্রতিনিধি- কুমিল্লার তিতাস ও হোমনায় একই দিনে ২ জন খুন হয়েছে। তিতাস উপজেলার আসমানিয়া গ্রামে বাড়ীর সীমানা নিয়ে বিরোধের জের ধরে ৬ সন্তানের জনক মৃত আনু মিয়ার পুত্র মোঃ হানিফ মিয়া (৪০) খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকালে মোঃ হানিফ ও একই গ্রামের মোসলেম মিয়ার বাড়ীর সীমানা নিয়ে দু’জনের মধ্যে বাগবিতণ্ডা চলছিল। এক পর্যায়ে হানিফ মাটিতে লুটিয়ে পড়লে তাৎক্ষণিক এলাকাবাসী তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হানিফের মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় একটি প্রভাবশালী মহল মোসলেমের নিকট দশ লাখ টাকা দাবী করেছে বলে মোসলেমের মেয়ে হ্যাপি জানান, মোসলেম মিয়া টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে ঐ মহল প্রতিপক্ষকে উস্কানি দিয়ে মোসলেমের বাড়ীতে দু’দফা হামলা চালিয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। অপরদিকে হোমনা উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামের মৃত হাজী আবিদ আলীর ছেলে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী আঃ মতিন মুন্সী (৬২) বুধবার সন্ধ্যায় মাথাভাঙ্গা মুন্সীর বাজার থেকে পায়ে হেঁটে বাড়ী যাওয়ার পথে মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ৫০ গজ দূরে পূর্ব থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার পথরোধ করে এলোপাতারী কুপিয়ে হত্যা করে। এ সময় তার সাথে থাকা আলাউদ্দিনকেও এলোপাতারী কুপিয়ে মারাত্মক আহত করে। আহত আলাউদ্দিন হোমনা থানা পুলিশের হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। হোমনা-তিতাস আসনের এমপি এম.কে আনোয়ার ও হোমনা উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উক্ত হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান।
Discussion about this post