পাবনা থেকে মোবারক বিশ্বাস ঃ পাবনায় শহীদ এম মুনসুর আলী কলেজে শুক্রবার সকালে মন্ত্রীকে সংবর্ধনা ও নবীন ছাত্রদের বরন উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল একে খন্দকার। তিনি বলেন, আজকে শহীদ মুনসুর আলী কলেজে নবীন হিসাবে ৬০০ ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেছে। ছাত্রদের উদ্দ্যেশে তিনি বলেন, আজ তোমরা ছাত্র আগামী ২০ বছর পর তোমরা যুবক হবে। বর্তমানে ইউরোপসহ উন্নত বিশ্বে জনসংখ্যার বৃদ্ধির হার কম। সেখানে আগামীতে যুবকদের ঘাটতি থাকবে। তোমরা যদি প্রযুক্তি ও উন্নত মানের শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে গড়ে তুলতে পার তাহলে সেখানে তোমরা নেতৃত্ব দেবার যোগ্যতা অর্জন করবে। স্বাধীনতার সময় বাংলাদেশে সাড়ে ৭কোটি লোক ছিলো। তখন আমাদের দেশে খাদ্য স্বয়ং স¤পূর্ণ ছিল না। বিদেশ থেকে খাদ্য আমদানী করতে হত। আজ জনসংখ্যা ১৫কোটি। আমরা বর্তমানে দেশের খাদ্য চাহিদা মিটিয়ে বিদেশ রপ্তানি করছি। গার্মেন্টস শিল্পে রপ্তানীতে আমরা বিশ্বে তৃতিয় অবস্থানে আছি। ঔষধ শিল্পে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে পেরেছি যার জন্য ইউরোপ আমেরিকাসহ বিভিন্ন দেশে আমাদের ঔষধ রপ্তানি হচ্ছে। পৃথিবীর মধ্যে জার্মানীর জাহাজ বিক্ষাত। সারা বিশ্বে জার্মানীরা জাহাজ রপ্তানী করতো। গর্বের বিষয় সেই জার্মান বর্তমানে বাংলাদেশ থেকে জাহাজ ক্রয় করছে। তোমার আজ ছাত্র মনোযোগ সহকারে লেখাপড়া শিখে প্রকৃত শিক্ষিত হও। আগামীদিনের ভবিষ্যত তোমরা। তোমরা লেখা পড়া শিখে নিজের গুনাবলী সারা বিশ্বে ছড়িয়ে দাও। এতে তোমরা দেশের সম্মান উজ্জল করবে। তোমরা সত্যিকারের জ্ঞান অর্জন করে মানুষের মত মানুষ হবে,মানবিক গুনাবলিতে গুনান্বিত হবে,মানব সেবা করবে মুনসুর আলী কলেজের খ্যাতি তোমারই সারা বিশ্বে ছড়িয়ে দিবে। এই আমার কামনা। তিনি কলেজ কতৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে বলেন, আমি কলেজের উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো। সফল করার মালিক আল্লাহ। সভাপতির বক্তব্যে শহীদ এম মুনসুর আলীর ছেলে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দিয়ে দেশ স্বাধীন করেছিলেন, আর পাক বাহীনির কাছ থেকে অস্ত্র সমর্পনের দায়িত্বে ছিলেন আজকের প্রধান অতিথি এয়ার ভাইস মার্শাল একে খন্দকার। পাবনায় আমার বাড়ি না হলেও শৈশব ও কৈশর এবং যৌবন পার করেছি। পাবনায় আমার রাজনীতি করার ইচ্ছে নাই। তবে পাবনার উন্নয়নে আমার ভুমিকা সব সময় ছিলো এবং আছে। পাবনায় মুক্তিযুদ্ধে সব শহীদদের আমি শ্রদ্ধা জানায় তার মধ্যে শহীদ এম মুনসুর আলী অন্যতম। শেখ হাসিনা সরকার জঙ্গিবাদ মুক্ত করেছে। যুদ্ধ না করেও মিয়ানমারের কাছ থেকে সমুদ্র বিজয় অর্জন করেছে। তিনি আগামীতে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে আহবান জানান। তিনি বিরোধীদলকে দুর্নিতীর চাম্পিয়ন অখ্যা দেন। আরো বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান এম সাইদুল হক চুন্নু জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল রহিম লাল, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারোফ হোসেন কলেজের অধ্যক্ষ এম এ মান্নান, শিক্ষাবিদ প্রফেসর নুরুন্নবীসহ প্রমুখ নেতৃবৃন্দ। বিকালে ২য় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে এসডি রুবেল ও তার দল সঙ্গিত পরিবেশন করেন।
Discussion about this post