Home / শীর্ষ সংবাদ / দক্ষিণ আফ্রিকার সড়কে প্রাণ গেল নরসিংদীর সাইফুলের।

দক্ষিণ আফ্রিকার সড়কে প্রাণ গেল নরসিংদীর সাইফুলের।

দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের রাষ্টেনবার্গের সানসিটি এলাকায় গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকেল পাঁচটায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামে এক বাংলাদেশী ঘটনাস্থলে নিহত।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজিউন). লোকেশন থেকে শহরের দোকানে আসার পথে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে বলে নাজমুল হাসানকে জানিয়েছেন সাইফুলের ঘনিষ্ঠ এক আত্মীয়। পরিবারের অনুমতিতে নরসিংদী জেলার পলাশ উপজেলার সাইফুলকে স্থানীয় মুসলিম কবরস্থানে আজ শনিবার দাফন করার কথা রয়েছে বলেও জানান এ আত্মীয়।

About banglarbarta.com

আরও পড়ুন...

কুয়েতে সুনাম বয়ে আনবে দক্ষ জনশক্তি নার্স

বাংলার বার্তাঃ মধ্যপ্রাচ্যের অন্যতম ধনীদেশ কুয়েত, এখানে দক্ষ, আধা-দক্ষ, স্বল্প দক্ষ জনশক্তির রয়েছে অসংখ্য চাহিদা। …