অবশেষে খুচরা বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে গড়ে ৩০ পয়সা এবং পাইকারি দাম ২৮ পয়সা হারে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন বৃহস্পতিবার তাদের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ নতুন দাম ঘোষণা করেন। তিনি বলেন, বিভিন্ন মাত্রায় ব্যবহারের ক্ষেত্রে ইউনিট হিসাবে বিভিন্ন হারে দাম বাড়ানো হলেও গড়ে খুচরা গ্রাহকদের ক্ষেত্রে প্রতি ইউনিটে দাম বাড়ছে ৩০ পয়সা। একইভাবে পাইকারি বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ৩০ পয়সা বাড়ছে। তিনি আরো জানান, চলতি মাস থেকেই নতুন দাম কার্যকর হবে।
এ নিয়ে চলতি বছরই দ্বিতীয় দফায় পাইকারি ও খুচরা বিদ্যুতের দাম বাড়ানো হলো।
Discussion about this post