বাংলা প্রেস, নিউইংল্যান্ড থেকে : বিষয়বস্তু ভিত্তিক সমকালীন গানের অদ্বিতীয় শিল্পী কৌশলী ইমা। যুক্তরাষ্ট্র প্রবাসী এ শিল্পী কোনও ভয় ভীতিকে পরোয়া না করে বাংলাদেশের দুর্নীতিবাজ মন্ত্রী, আমলা ও সাংসদদের চারিত্রিক বৈশিষ্ট নিয়ে গান গেয়েছেন। যারাই করেন নেতা গিরি/ তারাই করেন দুই নম্বরি/ভোট কারে দেই ভাই – – । সম্ভবত কৌশলী ইমার গাওয়া এ গানটিই বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে সর্ব প্রথম প্রতিবাদী গান। এ প্রসঙ্গে শিল্পী কৌশলী ইমা বলেন, গত ২০০৮ সালের মাঝামাঝি নিউইয়র্কের একটি স্টুডিওতে তার এ গানটি রেকর্ড করা হয়। ঢাকার একটি অডিও প্রতিষ্ঠান তার ১০টি সমকালীন মৌলিক গান নিয়ে একই বছর ডিসেম্বরে ‘আমলনামা ডট কম’ নামে একটি অডিও এ্যালবাম প্রকাশ করেন। উল্লেখ্য, শিল্পী কৌশলী ইমা সমাজের নানা অনিয়ম-দুর্নীতি, অন্যায়-অবিচার ও কুসংস্কারকে গানের ভাষায় দর্শক-শ্রোতাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন। রাজনীতির নামে নেতা-নেত্রীদের ভন্ডামী, রাজাকারদের বিচারের দাবি, টিপাইমুখ বাঁধ বন্ধের দাবি, পিলখানার জঘন্য হত্যাকান্ড, নিমতলীর ভয়াবহ অগ্নিকান্ড, নারী-পুরুষে বৈষম্য এবং অবৈধ অভিবাসীদের সুখ-দুঃখ নিয়ে গান গেয়েছেন। তার গাওয়া গান শুনে দর্শক-শ্রোতার হৃদয় ছুঁয়ে যায়। তিনিই প্রথম রাষ্ট্রীয় মর্যাদা থেকে বঞ্চিত, অবহেলিত ও ভিক্ষে করে খাওয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে গান গেয়েছেন। মুক্তিযুদ্ধ, রাজনীতি, দেশপ্রেম, মানবপ্রেম ও আধ্যাত্মিক বিষয় নিয়ে তার গাওয়া গান সর্ব মহলে প্রশংসিত। সমসাময়িক বিষয় এবং জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু ভিত্তিক তার বৈচিত্র্যময় গান ইতোমধ্যে দেশ ও বিদেশে বেশ সুনাম কুড়িয়েছে। দেশে অবস্থানকালে গান গেয়েছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনে। বৈচিত্র্যময় গানের সংকলন ‘আমলনামা ডট কম’, ‘মাটির মানুষ’ এবং গত ২৪ মার্চ’ ১২ ‘জেন্টেলম্যান’ নামে তার তিনটি আলবাম বেরিয়েছে। বিভিন্ন সমকালীন ও বৈচিত্রময় গান নিয়ে তার একক অ্যালবামের গানগুলো বাংলা সঙ্গীত পিপাসুদের মনের খোরাক মেটাবে বলে কৌশলী ইমা আশা করছেন।
Discussion about this post