নাজমুল হক বাংলার র্বাতা জামালপুর প্রতনিধিঃি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাধীন মমিনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়। এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৩০৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুদ্দিন। ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের সি এম এইচ ও ১৫ ফিল্ড এম্বুলেন্স অধিনায়ক লেঃ কর্নেল মোঃ এমদাদুল হক’র ব্যবস্থাপনায় এবং ১ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাসুদুর রহমানের সার্বিক সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসক মেজর আলম, মেজর শারমিন ও মেজর জিনাত প্রমূখ স্থানীয় দুুঃস্থ, গরীব ও অসুস্থ ৭ শতাধিক রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী প্রদান করেন। উল্লেখ্য ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের এরিয়ার সকল ব্রিগেড ও ইউনিট গত ৮ জুলাই হতে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করে এর দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থান করছে। প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি সেসব এলাকার দুুঃস্থ, গরীব ও অসুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করে যাচ্ছে।
Discussion about this post