নতুন আইপ্যাড বাজারে আসতে না আসতেই এর বাড়তি রেজুলিউশন ও রেটিনা ডিসপ্লের সদ্ব্যবহার করে অ্যাপ্লিকেশন তৈরি শুরু হয়ে গেছে। আর এর প্রথম ভোক্তারা হলো শিশুরা। খবর ডিজিটাল ট্রেন্ড-এর।
জানা গেছে, বেয়ারফুট ওয়ার্ল্ড অ্যাটলাস নামের নতুন একটি অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে যার মাধ্যমে শিশু-কিশোররা পৃথিবী সম্পর্কে ধারণা পাবে। এতে গুগল আর্থকে আরও সমৃদ্ধ করে ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে প্রচুর অ্যানিমেশন, ছবি এবং মিউজিক। গুগল আর্থের মতোই সোয়াপ করে পৃথিবীর যে কোনো জায়গায় জুম করা যাবে এবং সেখানকার পরিবেশ ও নানা তথ্য জানা যাবে। ডেভেলপাররা একে বলছেন ‘ম্যাজিক্যাল গ্লোব’।
নতুন আইপ্যাডের জন্য তৈরি এই অ্যাপ্লিকেশনের বাড়তি রেজুলিউশনের জন্য আইপ্যাডে প্রায় ১.৫ গিগাবাইট জায়গা নেবে। এর দাম ধরা হয়েছে ৭.৯৯ ডলার যা অ্যাপ স্টোর থেকে নতুন আইপ্যাডে ডাউনলোড করা যাবে।
Discussion about this post