জননেত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং ওবায়দুল কাদের নতুন করে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে কুয়েত আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
কুয়েত সিটির রাজধানী হোটেলে রবিবার রাতে এক আনন্দ সভার মাধ্যমে নতুন কমিটিকে অভিনন্দন জানানো হয়।
আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন রবিউল আলম রবি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আতাউল গনি মামুন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ আকরামুজ্জামান, ফয়েজ কামাল, আবদুর রব মাওলা, শফিকুল ইসলাম, আওয়ামী ফাউন্ডেশন এর সভাপতি রফিকুল ইসলাম ভুলু, মঈন উদ্দিন মঈন, বাহার, মোরশেদ আলম বাদল, নজরুল ইসলাম, আবদুল হাই ভুইয়া, আবদুল মান্নান, শ্রমিক লীগ এর সভাপতি মোহাম্মদ হানিফ মিয়া, আলী আবদুল ওয়াহিদ, শামসুল আলম, আখলাকুল আম্বিয়া, মোরাদ চৌধুরীসহ আরো অনেকে।
এদিকে কুয়েত সিটির গুলশান হোটেলে মিষ্টি বিতরণ এর মাধ্যমে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।
Discussion about this post