সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন বুধবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের ছয়টি পদের মধ্যে সভাপতি পদে মাহাবুব আলম লিটন (দৈনিক সমকাল) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ.কে.এম. আসাদুজ্জামান কল্লোল (দৈনিক সংবাদ), সহ-সভাপতি পদে মো. আক্কাছ আলী, ও এ.কে.আজিজুল ইসলাম বাচ্চু, সাহিত্য ও সাংস্কৃতিক পদে জালাল উদ্দিন মনির, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক পদে মো. আবদুল হাদী নির্বাচিত হয়েছেন।
বাকি পাঁচটি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সহ-সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম সোরাফ, অর্থ সম্পাদক মো. মনিরুল ইসলাম বাবু,দপ্তর ও প্রচার সম্পাদক খান জাহান আলী চৌধুরী। নির্বচন কমিশানের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তৌহিদ। নির্বাচনী ফলাফল ঘোষণার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম. নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।
Discussion about this post