আর্ন্তজাতিক ডেস্ক : নীশিথ সূর্যের দেশ নরওয়ের রনডেম শহরে এবার ২১ ঘণ্টা ৫৫ মিনিট রোজা হবে। শহরটিতে সেহেরি শেষ হবে স্থানীয় সময় রাত ১টা ৩৯ মিনিটে। ইফতারি সন্ধ্যা ১১টা ৩৪ মিনিটে। ইফতার আর সেহেরির সময়ের ব্যবধান মাত্র দুই ঘণ্টার। বাকি সময়টা রোজা রাখার।
সবচেয়ে বেশি সময়ের রোজার মধ্যে নরওয়ের রনডেম শহর সবার আগে। এরপর আছে দেশটির আরেকটি শহর হারস্টেড। সেখানে রোজার সময় ২১ ঘণ্টা ৩৬ মিনিট। ফজর স্থানীয় সময় রাত ১টা ৫১ মিনিটে। মাগরিব সন্ধ্যা ১১টা ২৭ মিনিটে।
যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের অ্যাকোর্যাগ শহরে রোজা হবে ২০ ঘণ্টা ৪৫ মিনিট। এখানে সেহেরির শেষ সময় স্থানীয় রাত ২টা ৫৫ মিনিটে আর ইফতারি সন্ধ্যা ১১টা ৪০ মিনিটে। রোজার সময়ের ব্যাপ্তির তালিকায় তারপরের অবস্থানে আছে রাশিয়ার সেন্ট পিটারসবার্গ। সেখানে রোজা ২০ ঘণ্টা ১৪ মিনিট। ফজর শুরু রাত ৩টা ১০ মিনিটে। মাগরিব সন্ধ্যা ১১টা ২৪ মিনিটে। লন্ডনে রোজা ১৮ ঘণ্টা ৫ মিনিট। ফজর রাত সোয়া ৩টায় এবং মাগরিব সন্ধ্যা ৯টা ২১ মিনিট।
বাংলাদেশের আকাশে চাঁদ দেখা দিলে আগামী রোববার অথবা সোমবার পবিত্র রমজান মাস শুরু হবে। বাংলাদেশে প্রায় ১৫ ঘণ্টা রোজা হবে বলে ধারণা করা হচ্ছে।
Discussion about this post