Home / প্রযুক্তি / নাইকন ডি৪ পেশাদার ফটোগ্রাফারদের জন্যে নতুন ডিএসএলআর ক্যামেরা-

নাইকন ডি৪ পেশাদার ফটোগ্রাফারদের জন্যে নতুন ডিএসএলআর ক্যামেরা-

বিশ্ববিখ্যাত ক্যামেরা ব্র্যাণ্ড নাইকন তাদের নতুন মডেলের ক্যামেরা নিয়ে আসবে। নাইকন ডি৪ ডিএসএলআর ক্যামেরা নিয়ে ইতিমধ্যেই চারদিকে হৈ-চৈ শুরু হয়ে গেছে। নাইকন ডি৪ ডি৩ এর উত্তরসূরী। এটি পেশাদার ফটোগ্রাফারদের জন্য তৈরি করা হয়েছে। নাইকন ডি৪ এ আছে ম্যাগনেসিয়াম অ্যালয়ের আবরণ। এতে আরও আছে ১৬.১ মেগাপিক্সেল সিএমওএস সেন্সর, ৯১০০০পিক্সেল থ্রি-ডি মেট্রিক্স মিটারিং সিস্টেম। এতে আরও আছে স্টেরিও মাইক্রোফোন জ্যাক, ২০-লেভেল অডিও মিটার এবং ৩০-লেভেল আউটপুট। এটি ১০০-১২,৮০০ আইএসও রেঞ্জ সাপোর্ট করবে এবং এটি সর্বনিম্ন ১০ফ্রেম-পার-সেকেন্ডে শ্যুট করতে পারবে। এর মাধ্যমে চাইলে ১০৮০পিক্সেলের ভিডিও রেকর্ড করতে পারবে। ভিডিও রেকর্ডিং এর সময়ে এটি ২.৭এক্স অপ্টিক্যাল জুম সাপোর্ট করবে।
সূত্রঃ এমএসএনবিসি

About

আরও পড়ুন...

কঠোর হচ্ছে ফেসবুক, যা আছে নতুন নীতিমালায়

চলতি বছরের অক্টোবর থেকে নীতিমালায় (Terms of Service) কিছু পরিবর্তন আনছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম …

error: বাংলার বার্তা থেকে আপনাকে এই পৃষ্ঠাটির অনুলিপি করার অনুমতি দেওয়া হয়নি, ধন্যবাদ