ব্রাহ্মণবাড়িয়া :নাসিরনগরে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার ভোরে কুলিকুন্ডা গ্রামের দক্ষিন পাশের খোলা মাঠ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশী ধারালো অস্ত্র পাওয়া যায়। গ্রেফতারকৃতরা হল উপজেলা সদরের ইনাম মিয়া(৩৮),আবদুল্লা (২০) ও দাঁতমন্ডল গ্রামের লাফু মিয়া(১৯)। সোমবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবদুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, ১৫/২০ জনের সংঘবদ্ধ ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। তবে তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আরও পড়ুন...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজয় দিবস উদযাপিত
বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৫ ডিসেম্বর রাতেই সরকারি বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ভবন ও স্থাপনা সমূহে …