ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দ্বিতীয় শ্রেণীর এক শিশুকে অপহরন করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী এক অপহরনকারীকে আটক করে পুলিশে দিয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুন্ডা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত অপহরনকারীর নাম বিজয় দেব (২৪)। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার কুন্ডা গ্রামের আইয়ুব আলীর কন্যা ও কুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর এক ছাত্রী সুমাইয়া বেগম-(৮) কে প্রলোভন দেখিয়ে জোরপূর্বক মুখ চেপে ধরে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী বিজয় দেবকে আটক করে পুলিশে দেয়। গ্রেপ্তারকৃত বিজয় দেব সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের বিমল দেবের পুত্র। এ ব্যাপারে সুমাইয়ার পিতা আইয়ুব আলী বাদি হয়ে বিজয় দেবকে আসামী করে নাসিরনগর থানায় অপহরন মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল কাদের বলেন, অপহরনের উদ্দেশ্যে সে গ্রামের ভিতর প্রবেশ করেছিল। উদ্ধারকৃত শিশুসহ অপহরসকারীকে গতকাল শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Discussion about this post