Home / শোক সংবাদ / না-ফেরার দেশে আল্লামা শফী তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে

না-ফেরার দেশে আল্লামা শফী তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে

শোক সংবাদ১দেশসেরা ধর্মীয় ব্যক্তিত্ব হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী চলে গেলেন না-ফেরার দেশে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সর্বজনশ্রদ্ধেয় আলেম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১০৪ বছর বয়সে মাবুদের ডাকে সাড়া দিয়েছেন তিনি। চলে গেছেন জীবনের পারাপারে। বৃহস্পতিবার গভীর রাতে হাটহাজারী মাদ্রাসায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে সঙ্গে সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার বিকালে ঢাকায় আনা হয়। আল্লামা শফীর মৃত্যুতে আলেমসমাজসহ সারা দেশের ধর্মপ্রাণ মানুষের মাঝে শোকের ছায়া বিস্তার করছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিশিষ্টজনরা মহিরুহ এই ধর্মীয় ব্যক্তিত্বের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শতায়ু আল্লামা আহমদ শফী দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অসুস্থতার কারণে এর আগেও কয়েকবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। আল্লামা শফী হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, বাংলাদেশ কওমি মাদ্রাসা ও শিক্ষা বোর্ড-বেফাক, সর্বোচ্চ ওলামা পরিষদ বাংলাদেশ, সরকারি স্বীকৃতির জন্য গঠিত হাইয়াতুল উলায়ার চেয়ারম্যানসহ ৩ শতাধিক প্রতিষ্ঠানের নেতৃত্বে ছিলেন। দেশের বৃহত্তম কওমি মাদ্রাসা চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত দারুল উলুম মুঈনুল ইসলামের মহাপরিচালক আল্লামা আহমদ শফী ১৯১৫ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পাখিয়ার টিলায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম বরকত আলী এবং মা মরহুমা মেহেরুন্নেছা বেগম। মৃত্যুকালে সর্বজনশ্রদ্ধেয় এই আলেম দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বড় ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ পাখিয়ার টিলা কওমি মাদ্রাসার পরিচালক। ছোট ছেলে আনাস মাদানি হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক। আল্লামা শফী দেশের শীর্ষ ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসায় শিক্ষা শেষে উচ্চতর শিক্ষার জন্য ভারতের দেওবন্দে যান। সেখান থেকে এসে শিক্ষক হিসেবে যোগ দেন হাটহাজারী মাদ্রাসায়। ১৯৮৬ সালে তিনি এ মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব পান। কওমি মাদ্রাসার সনদের সরকারি স্বীকৃতি আদায়ে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আল্লামা শাহ আহমদ শফীর প্রতি আমাদের শেষ শ্রদ্ধা। আল্লাহ তাঁকে জান্নাতের সুশীতল ছায়ায় ঠাঁই দিন।

About admin

আরও পড়ুন...

কুয়েতে বাংলাদেশি কমিউনিটি নেতা জুনেলের জানাযা অনুষ্ঠিত

কুয়েতে নিহত বাংলাদেশি কমিউনিটি নেতা, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ইজাজুর রহমান জুনেলের প্রথম জানাযা শেষে …