Home / প্রবাস / নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

নিউইয়র্কের গ্র্যান্ড আইল্যান্ড বুলেভার্ডে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- শফিউল আলম (২০), নাজিম খান (২১) ও রেজোয়ান চৌধুরী (২১)। আহতের নাম বোরহান রহমানকে (২২)। তাকে ইরে কান্ট্রি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। চারজনের বাড়িই সিলেটের গোলাপগঞ্জ এবং বালাগঞ্জে। নিউ ইয়র্ক পুলিশ বলছে, চার বন্ধু মিলে মিশিগানের হ্যামট্রমিক সিটি থেকে নায়াগ্রা জলপ্রপাত দেখতে নিউ ইয়র্কে এসেছিলেন। ফেরার পথে স্থানীয় সময় সোমবার ভোরে বাফেলো এলাকার গ্র্যান্ড আইল্যান্ড বুলেভার্ডে উল্টো দিক থেকে আসা একটি গাড়ীর সাথে তাদের গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইটি গাড়ীয় দুমড়ে মুচড়ে যায়। এ সময় একটি গাড়িতে আগুন ধরে যায়। এতে উভয় গাড়ীর লোকজনই হতাহত হয়।

About

আরও পড়ুন...

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবীতে কুয়েতে আলোচনা সভা

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক …

error: বাংলার বার্তা থেকে আপনাকে এই পৃষ্ঠাটির অনুলিপি করার অনুমতি দেওয়া হয়নি, ধন্যবাদ