মোহাম্মদ সাখাওয়াত হোসেন ইউএসএ নিউজ, নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেট সিনেটে সদ্য পাস হওয়া ঐতিহাসিক ‘২৬ মার্চ বাংলাদেশ ডে’ বিলের রেজুলেশন কপি আনুষ্ঠানিকভাবে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হস্তান্তর করা হয়েছে। নিউইয়র্ক স্টেট সিনেটর রুবিন ডিয়াজ-এর পক্ষে এটর্নী লুইস সেপুলভেদা ২ জুন সোমবার অপরাহ্নে কনসাল জেনারেল শাব্বির আহমদ চৌধুরীর কাছে ‘বাংলাদেশ ডে’র রেজুলেশন কপি হস্তান্তর করেন। এসময় ‘২৬ মার্চ বাংলাদেশ ডে’ বিল বিষয়ে কনসাল জেনারেলের কাছে বিস্তারিত তুলে ধরেন জাকির খান। কনসাল জেনারেল শাব্বির আহমদ চৌধুরী এসময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিউইয়র্ক স্টেট সিনেটর রুবিন ডিয়াজ সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিলের রেজুলেশনের কপি হস্তান্তরের সময় বাংলাদেশ কমিউনিটির নের্তৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুব আলম, এন মজুমদার, জন উদ্দিন, আজিজুর রহমান রানা, মির্জা মামুন, বাহারুল ইসলাম শামীম, সালেহ উদ্দিন, মো: আজির উদ্দিন, আনোয়ার হোসেন বাবর, জামাল হোসেন, সেবুল মিয়া প্রমুখ। উল্লেখ্য, নিউইয়র্ক স্টেট সিনেটে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে গত ৩০ মার্চ সর্বসম্মতিক্রমে নিউইয়র্ক স্টেট সিনেটে ‘২৬ মার্চ বাংলাদেশ ডে’ বিলটি পাস হয়। এর ফলে নিউইয়র্ক সিনেটে আগামী বছর থেকে ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে ‘বাংলাদেশ ডে’ উদযাপিত হবে। নিউইয়র্ক স্টেট সিনেটর রুবিন ডিয়াজ সম্প্রতি বিলটি নিউইয়র্ক স্টেট সিনেটে উত্থাপন করেন। কমিউনিটি নেতা জাকির খানের সহযোগিতায় ‘বাংলাদেশ ডে’র প্রস্তাব করেন অপর কমিউনিটি নেতা মাহবুব আলম। ‘বাংলাদেশ ডে’র পূর্ণ রেজুলেশন প্রস্তÍুত করেন প্রবাসী বাংলাদেশীদের ‘ লুইস ভাই’ হিসেবে পরিচিত আমেরিকান এটর্নী লুইস সেপুলভেদা।
Discussion about this post