নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টার ও ক্যামেরা পার্সনের উপর হামলায় ইতালি প্রেস ক্লাবের নিন্দা
ইতালি প্রতিনিধিঃ নয়াবাজারে সংবাদ সংগ্রহের সময় নিউজটোয়েন্টিফোরের রিপোর্টার ও ক্যামেরা পার্সনের উপর বন্ড সন্ত্রাসীদের হামলা, ক্যামেরা-ব্যাকপ্যাক ছিনতাই, গাড়ি ভাংচুরের নিন্দা জানিয়েছে ইতালি বাংলা প্রেস ক্লাব। ইতালি বাংলা প্রেস ক্লাব এক বিজ্ঞপ্তিতে জানান দেশের জনপ্রিয় টেলিভিশনের সাংবাদিকদের উপর এমন ন্যাক্কার জনক কোন ভাবেই কাম্য নয়। আমরা এর তীব্র নিন্দা জানাই।ইতালি বাংলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এলিন আহমেদ মিঠু এবং সাধারণ সম্পাদক ও নিউজটুয়েন্টি ফোরের ইতালি প্রতিনিধি এমডি রিয়াজ হোসেন বলেন সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে আমাদের রুখে দাড়াতে হবে। দেশে সাংবাদিক নির্যাতনের মাত্রা বেড়েই চলছে।সাংবাদিকদের উপর হামলায় দোষীদের খুজেঁ বের করে কঠিন থেকে কঠিনতম শাস্তি দাবী করেন।এ দিকে ইতালি বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হবে বলে জানা গেছে।
Discussion about this post