Home / প্রবাস / নিউ ইয়র্কে সর্ব সাধারণের জন্য সিটি ব্যাংকের সৌজন্যে চালু হলো “সিটি বাই সাইকেল”

নিউ ইয়র্কে সর্ব সাধারণের জন্য সিটি ব্যাংকের সৌজন্যে চালু হলো “সিটি বাই সাইকেল”


তৈয়বুর রহমান টনি নিউ ইয়র্ক : গত রবিবার ২রা জুন থেকে নিউইয়র্ক সিটি সহ আমেরিকার বেশ কয়েকটি শহর গুলোতে সিটি ব্যাংকের সৌজন্যে সর্ব সাধারণের জন্য বাই সাইকেল চালু করা হয়েছে। এটি দেখতে অনেকটা সাধারণ বাই সাইকেলের মতোই। তবে কিছুটা আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। যদি কেউ এই সিটি বাই সাইকেল ভাড়া করতে চায় তাহলে সিটি সাইকেল স্টেশান “কিয়স্কস”এ যেয়ে ক্রেডিট কার্ড অথবা ডেভিট কার্ড চার্জ করে এই বাই সাইকেল নিতে পারবে।কার্ড চার্জ করার পর ৫ সংখ্যার একটি কোর্ড নাম্বার দেওয়া হবে। সেই কোর্ডটি দিয়ে বাই সাইকেল স্ট্যান্ড থেকে সাইকেলটি নিতে হবে।পরবর্তিতে আবার নিতে গেলে নতুন কোর্ড ব্যবহার করতে হবে। কেউ এক মাসের জন্য চাইলেও এই বাই সাইকেল ৯৯ ডলার দিয়ে ভাড়া নিতে পারবে। প্রয়োজনে এই বাই সাইকেল চালিয়ে অফিস অথবা অন্যান্য কর্মস্হলে আসা যাওয়া করা যাবে।যাহারা আনলিমিটেড মেট্রো কার্ড কিনে প্রতি মাসে, তাদের অনেক সাশ্রয় হবে। নির্ধারিত সময়ের পর বাই সাইকেল জমা দিলে প্রতি মিনিট হিসাবে চার্জ করা হবে।এই সামার থেকে সিটি ব্যাংকের এই ধরনের একটা উদ্দ্যোগ সবার মাঝে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। যেটা শহরকে পোলিউসান থেকে কিছুটা হলেও মুক্ত করা যাবে। এই উপলক্ষ্যে রবিবার ৯ই জুন ম্যানহারটনের ফোর্টিন স্ট্রীট ইউনিয়ন স্কয়ারে “সিটি বাইকইভেন্টে”স এর আয়োজন করা হয়েছে। এই ইভেন্ট শুরু হবে সকাল ১১টায় এবং শেষ হবে বেলা তিনটায়।এই ইভেন্টে সিটি ব্যাংকের বাইক এ্যামবেসেডার সহ অনেক কর্মকর্তারা উপস্হিত থাকবেন।সিটি বাইক প্রসঙ্গে কারো কোনো প্রশ্ন থাকলে তাদের কাছ থেকে জেনে নেওয়া যাবে। এছাড়াও এই ইভেন্টে আরো মজাদার অনেক কিছুই থাকবে বলে জানা গিয়েছে।৩৮ স্ট্রীট এন্ড ব্রডওয়ে, ফোর্টিন স্ট্রীট এন্ড ব্রডওয়ে সহ আরো বেশ কয়েকটি স্হানে এই সিটি বাই সাইকেল স্টেন্ট স্হাপন করা হয়েছে। জনগনের আনন্দ অথবা বিলাসের জন্য এই সাইকেলটি ব্যবহার করা হলেও এটার ব্যবহারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। কারন হারানো গেলে অথবা চালানোর মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগে জমা না দিলে জরিমানা দিতে হবে।

About

আরও পড়ুন...

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবীতে কুয়েতে আলোচনা সভা

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক …

error: বাংলার বার্তা থেকে আপনাকে এই পৃষ্ঠাটির অনুলিপি করার অনুমতি দেওয়া হয়নি, ধন্যবাদ