Home / বিশ্ব / নিউ ইয়র্ক আর্ট কানেকসান ও গ্যালারী এম ভিয়েনা অষ্ট্রিয়ার অংশ গ্রহনে চলছে যৌথ আর্ট প্রদর্শনী

নিউ ইয়র্ক আর্ট কানেকসান ও গ্যালারী এম ভিয়েনা অষ্ট্রিয়ার অংশ গ্রহনে চলছে যৌথ আর্ট প্রদর্শনী

তৈয়বুর রহমান টনি নিউইয়র্কঃ- ইউরো এশিয়ান ওয়ার্ল্ড ওয়াইড এর আয়োজনে শুরু হয়েছে যৌথ গ্রুপ আর্ট প্রদর্শনী। নিউ ইয়র্কের ল্যং আইল্যান্ডে অবস্হিত “নিউ ইয়র্ক আর্ট কানেকসান” ও “গ্যালারী এম ভিয়েনা” অষ্ট্রিয়ার অংশ গ্রহনে এই যৌথ আর্ট প্রদর্শনী গত শনিবার ২৫শে মে থেকে শুরু হয়েছে। আগামী ১৫ই জুন শনিবার পর্যন্ত চলবে এই আর্ট প্রদর্শনী। এই আর্ট প্রদর্শনীতে থাকছে গ্রেস গার্ভে, ম্যরিয়ানা ব্লীয়ার, ইলুয়ার্ড ডোব্যাল, সোন্জা কাল্ব, আল-ওয়েন উ-কার্টজ, এডিট্ত সুচোডিউ, ইন্সি টারাকচিওগ্লু, ববি বাটিসটা , টনি বসা, কেটিন ইরোকে, মার্কো ভারগাস ও বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অলিম্পিক গোল্ড মেডেল প্রাপ্ত চিত্রশিল্পী খুরশীদ আলম সেলিমের বিখ্যাত শিল্পকর্ম সমূহ। উদ্বোধনীর দিন ইউরো এশিয়ার চেয়ারম্যন জ্যাকী ময়ার্সবারগার ও রাশিয়ান চিত্রশিল্পী ম্যরিয়ানা ব্লীয়ার উপস্হিত ছিলেন। আরোও উপস্হিত ছিলেন কমিউনিটির বহু শিল্পানুরাগী ব্যক্তিবর্গ। এই প্রদর্শনীকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে প্রচুর আগ্রহ সৃষ্টি হয়েছে। অনেকে আসছেন প্রদর্শনীতে। প্রদর্শনীর স্হান নিউ ইয়র্ক আর্ট কানেকসান, ৫৮০১ সানরাইস হাইওয়ে, হোলব্রুক নউ ইয়র্ক ১১৭৪১

About

আরও পড়ুন...

যাঁরা ভ্যাকসিন গ্রহণ করেননি তাঁরা কুয়েতে প্রবেশ করতে পারবেন না

করোনা মহামারীর প্রাদুর্ভাব ঠেকাতে কঠোর অবস্থানে কুয়েত সরকার । দেশটিতে অবস্থানরত সকল জনগণের সুরক্ষায় যুগোপযোগী …

error: বাংলার বার্তা থেকে আপনাকে এই পৃষ্ঠাটির অনুলিপি করার অনুমতি দেওয়া হয়নি, ধন্যবাদ