আমেরিকার নিউ ইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) সেরা কর্মকর্তার অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত জামিল সারওয়ার জনি। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের ব্রকলিনের ডাইকার বিচ গলফ ক্লাবে অনাড়ম্বর এক অনুষ্ঠানে তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।
এ সময় হলভর্তি পুলিশ কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জামিল সারওয়ার জনিকে বাংলাদেশী বংশোদ্ভূত একজন চৌকষ কর্মকর্তা হিসাবে পরিচয় করিয়ে দেয়া হয়। এসময় করতালির মাধ্যমে সবাই তাকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার মেলিসা মার্ক বিবেরিতো, ব্রকলিন বরো প্রেসিডেন্ট এরিক এডামস, কাউন্সিলম্যান চেইম এম. ডয়েটসসহ নিউ ইয়র্ক পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত।
জামিল সারওয়ারের জনির গ্রামের বাড়ি পিরোজপুর জেলা সদরের শেখপাড়ায়। তার বাবা সারওয়ারুল ইসলাম পিরোজপুরের বিশিষ্ট আইনজীবী এবং মা রেনু সুলতানা পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষা।
Discussion about this post