ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর তিনটি দুর্লভ প্রতিকৃতি ব্রিটেনে নিলামে উঠানো হবে। নিলামকারী প্রতিষ্ঠান মুলোকস অকশন হাউজ প্রখ্যাত চিত্রশিল্পী ক্লেয়ার উইনস্টেনের আঁকা এই প্রতিকৃতিগুলো আগামী ২৪ জানুয়ারি নিলামে তুলবে বলে জানা গেছে।ওভেন পেপারের ওপর পেন্সিলের স্কেচ করা এই প্রতিকৃতির প্রতিটির দাম হাঁকা হবে আটশ থেকে এক হাজার পাউন্ড। ১৯৩০-৩১ সালে এক গোলটেবিল বৈঠকে অংশ নেওয়ার জন্য মহাত্মা গান্ধী যুক্তরাজ্য সফরে গেলে এগুলো আঁকা হয়।
আর্ত মানবতার সেবায় নিয়োজিত ছিলেন শিল্পী ক্লেয়ার উইনস্টেন। তিনি ছিলেন অহিংস আন্দোলনের পথিকৃত মহাত্মার ঘনিষ্ঠ বন্ধুvএই নিলামে মাহত্মা গান্ধীর প্রতিকৃতির পাশাপাশি পাঞ্জাবের সাহিত্য ও ১৮৫৭ সালে তৎকালীন ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে সিপাহী বিপ্লবের অনেক দলিল ও তথ্য-প্রমাণ বিক্রি করা হবে। উল্লেখ্য, ১৮৬৯ সালের ২ অক্টোবর জন্মগ্রহণ করেন মোহনদাস করমচাঁদ গান্ধী। ব্রিটেনে উচ্চ শিক্ষা গ্রহণের পর দক্ষিণ আফ্রিকায় অবস্থান, সেখানে বর্ণবাদবিরোধী আন্দোলনে সংস্পর্শ, এরপর ফিরে আসেন ভারতে, ভারত মাতার মুক্তির আন্দোলনে এক সময় চলে আসেন নেতৃত্বে। তার নেতৃত্বে ভারতের স্বাধীনতা আন্দোলন পায় নতুন মাত্রা। তিনি হয়ে ওঠেন মহাত্মা।
Discussion about this post