কুয়েত প্রতিনিধিঃ বৃহত্তর নোয়াখালীকে বিভাগ এর দাবীতে কুয়েতে নোয়াখালী প্রবাসীরা ১০ মার্চ শুক্রবার দুপরে কুয়েত সিটির রাজধানী হোটেলের সামনে মনববন্ধন করেছে। গিয়াস উদ্দিন মিলন এর সমন্বয়য়ে আলা উদ্দিন আলার সহযোগিতায় আবদুল হাই এর তত্ত্বাবধানে মানব বন্ধনে অসংখ্য কুয়েত প্রবাসী নোয়াখালী বাসী উপস্থিত ছিলেন। সে সময় তারা মাননীয় প্রধান মন্ত্রীর কাছে নোয়াখালীকে বিভাগ ঘোষনা করার দাবী জানান।সে সময় উপস্থিত ছিলেন নোয়াখালীর কৃতি সন্তান কুয়েত প্রবাসী প্রকৌশলী মঞ্জুরুল আলম, রফিক উল্লাহ ভূইয়া, জামাল খন্দকার, আবদুল মান্নান, দিদারুল আলম, মোরশেদ আলম ভূইয়া, ফয়েজ কামাল প্রমুখ।
Discussion about this post