আল আমিন রানা: সোনারগাঁও নোয়াগাঁও ইউনিয়নের ভিটি পাড়া গ্রামের সমাজ সেবক মোঃ চানঁ মিয়া ( চানু’র ) মা তাহেরুণ নেছা ১৩ডিসেম্বর ২০১৫ইং রোজ রবিবার বাংলাদেশ সময় রাত ১0.৩0 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন………………
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮0/ এদিকে মালয়েশিয়া বসবাসরত চানঁ মিয়ার দুই ছেলে শাহ আলম ও রুবেল তার সহপার্টি , সহকর্মী ও সহযোদ্ধারা তথা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা মরহুমার বিদেহী আত্মার শান্তি ও রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করেছেন।
সেই সাথে তার দাদির জন্য দোয়া চেয়েছেন মালয়েশিয়া থেকে শাহ আলম ও রুবেল ।,মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বাদ জুহুর মরহুমার নামাজের জানাজা শেষে দড়িপাড়া কবরস্থানে দাফন করা হয়।
মালয়েশিয়া প্রবাসী শাহ আলম ও রুবেলের দাদির রূহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছন,,কুয়েত থেকে সাংবাদিক আল আমিন রানাসহ কুয়েত প্রবাসী সকল সংবাদকর্মী ওবিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের বহু নেতৃবৃন্দ
Discussion about this post