বাংলানিউজ: দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে এক রাতের জন্য ভাড়া করে নারীসঙ্গ থেকে দূরে থাকা শিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া। জয়াকে পেয়ে কি করবে বুঝতে পারে না পার্থ। অনেক ভেবে ঠিক করে বাসায় নিয়ে যাবে তাকে, তবে মা ঘুমানোর পর বাসায় যাবে।
কিন্তু বাসায় গিয়ে দেখে তার মা ঘুমায়নি। মায়ের সাথে দেখা হলে মা ভাবেন পার্থ সবসময় যে মেয়ের গল্প বলতো এ বুঝি সেই মেয়ে। আর তাই অনেক যত্ন করে জয়াকে বাসায় রেখে দেন তিনি ।
এদিকে, জয়া ভাবে অন্যকথা, সকাল হলেই তার ছেলের স্কুলে টাকা দিতে হবে। তাই এই মুহুর্তে তার টাকা নিয়ে বাড়ি যাওয়া উচিৎ। এক রাতের জন্য ভাড়া হয়ে এমনই এক দ্বন্দ্বময় অদ্ভুত সম্পর্কে জড়িয়ে যান তিনি।
কবি আল মাহমুদের ‘মাংসের তোড়ণ’ গল্প অবলম্বনে নির্মিত একক নাটক ‘বুমেরাং’-এ এমনই এক পতিতা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। সম্প্রতি শেষ হয়েছে নাটকটির শুটিং। এতে জয়ার সহশিল্পী হিসেবে ছিলেন শর্মিলী আহমেদ, পার্থ বড়ুয়া প্রমুখ।
Discussion about this post