Home / বিশ্ব / পাকিস্তান প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টে হাজির

পাকিস্তান প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টে হাজির

১৯ জানুয়ারি :পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি আদালত অবমাননার অভিযোগে আজ বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্টে হাজির হয়েছেন।পাকিস্তান সংবাদ মাধ্যম একথা জানিয়েছে। আদালত অবমাননার অভিযোগে গত সোমবার প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে রুল জারি করেন সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাঁকে আজ ব্যক্তিগতভাবে আদালতে হাজির হওয়ারও নির্দেশ দেন। প্রেসিডেন্ট জারদারিসহ অন্যদের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া মামলাগুলো পুনরায় চালু করতে আদালতের দেওয়া নির্দেশনা পালন না করায় প্রধানমন্ত্রী গিলানিকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করেন সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টে হাজির হয়ে গিলানি বলেন, ‘আদালতের প্রতি আমার শ্রদ্ধা দেখানোর জন্য আজ আমি এখানে এসেছি।’ আদালতকে তিনি জানান, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি দায়মুক্তি পেয়েছেন। আদালতে গিলানি বলেছেন, ‘দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলার বিষয়টি ভালো বার্তা দেবে না।’ প্রধানমন্ত্রী গিলানির আগমন উপলক্ষে আদালতের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে অনেক জ্যেষ্ঠ মন্ত্রী ও নেতা হাজির হয়েছেন।

About

আরও পড়ুন...

যাঁরা ভ্যাকসিন গ্রহণ করেননি তাঁরা কুয়েতে প্রবেশ করতে পারবেন না

করোনা মহামারীর প্রাদুর্ভাব ঠেকাতে কঠোর অবস্থানে কুয়েত সরকার । দেশটিতে অবস্থানরত সকল জনগণের সুরক্ষায় যুগোপযোগী …

error: বাংলার বার্তা থেকে আপনাকে এই পৃষ্ঠাটির অনুলিপি করার অনুমতি দেওয়া হয়নি, ধন্যবাদ