মোঃ হাবিবুর রহমান খান, কুমিল্লা প্রতিনিধি-‘৮৬ মার্কা পাঁতানো নির্বাচন’ অনুষ্ঠানের চেষ্টা করা হলে দেশের জনগণ তা প্রতিহত করবে বলে সরকারকে কঠোর হুঁশিয়ারী দিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, জনগণের সমস্যা সমাধানে সরকারের নজর নেই। তারা গণতন্ত্রকে হত্যা করে ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার দিবাস্বপ্ন দেখছে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে এই ধরনের প্রহসনের নির্বাচন না করার জন্য ড. মোশাররফ সরকারের প্রতি দাবি জানান। তিনি আজ শুক্রবার কুমিল্লার দাউদকান্দি সদরে পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মরহুম নেয়ামূল করিম চৌধুরীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ড. মোশাররফ বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে জনগণের সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনরায় চালু করে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনে সামিল হবার জন্য তিনি জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করে ড. মোশাররফ বলেন, সরকারের দুর্নীতি আর ব্যর্থতায় দেশে চরম অরাজকতা বিরাজমান। মানুষ সীমাহীন দুর্ভোগ, নির্যাতন ও নিরাপত্তাহীনতায় রয়েছে। সরকারের মদতে আইনশৃঙ্খলা বাহিনী এখন হত্যাযজ্ঞে নেমেছে। সাংবাদিক সাগর-রুনী এবং সৌদী দূতাবাসের কর্মকর্তা হত্যাকান্ডে জড়িত খুনিদের গ্রেফতার করা হচ্ছে না। স্বরাষ্ট্রামন্ত্রী বড় বড় কথা বলছেন কিন্তু কিছুই করতে পারছে না। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রনহীন। সরকার গ্যাস, বিদ্যুৎ দিতে পারছে না। অথচ দাম বাড়াচ্ছে দফায় দফায়। এতে শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, নতুন শিল্প চালু করতে পারছে না। দেশে বিনিয়োগ নেই, কর্মসংস্থান নেই। নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে প্রতিনিয়ত বিএসএফ বাংলাদেশীদের হত্যা করছে। সরকারের প্রতিবাদ করার সাহস নেই। বিদেশে শ্রমবাজার বন্ধ হয়ে গেছে। সৌদী আরব থেকে প্রবাসীরা খালি হাতে দেশে ফিরছে। দাউদকান্দি পৌর বিএনপি’র সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, কেন্দ্রীয় যুব দলের সহ-সভাপতি কেএমআই খলিল, বিএনপি নেতা শাহজাহান চৌধুরী, সাইফুল আলম ভূইয়া, একেএম শামসুল হক, আবুল হাসেম চেয়ারম্যান, ভিপি মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ কামাল হোসেন, ড. খন্দকার মারুফ হোসেন, ৫নং ওয়ার্ডের পৌর বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ আলী শাহীন, ছাত্রনেতা ভিপি শাহাবুদ্দিন ভুঁইয়া প্রমুখ।
Discussion about this post